![শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে বাংলাদেশ](https://www.womeneye24.com/media/imgAll/2022July/শেখ-হাসিনা৩৩৩৩৩৩৩৩৩৩৩৩৩৩৩-2502131216.jpg)
ফাইল ছবি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম জানিয়েছেন, এই বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিতে পাঠানো হয়েছে এবং এখন ভারতের উত্তর পাওয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে রফিকুল আলম এ কথা জানান। তিনি বলেন, ‘কূটনৈতিক চিঠির মাধ্যমে সব প্রাসঙ্গিক কাগজপত্র ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে। এখন বাংলাদেশ রাজনৈতিক ও কূটনৈতিকভাবে ভারতের প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকবে।’
এছাড়া, মুখপাত্র আরও জানান, ভারতীয় মাটিতে অবস্থানকারী অন্যান্য নেতাদের ফেরত আনার বিষয়ে আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করা হবে কি না, তা নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলবে। তবে, এ বিষয়ে এখন পর্যন্ত ভারত কোনো প্রতিক্রিয়া জানাননি।
তিনি আরও জানান, দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টকে স্বাগত জানিয়ে রফিকুল আলম বলেন, ‘এ প্রতিবেদনটি যে কোনো মানুষের বিবেকে গভীর প্রভাব ফেলবে। আশা করছি, প্রতিবেশী ভারতও এই বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বাংলাদেশকে সহযোগিতা করবে।’
ইউ