![সংবিধান সংস্কারে সাতটি বিষয়ে গুরুত্ব দিয়েছে কমিশন সংবিধান সংস্কারে সাতটি বিষয়ে গুরুত্ব দিয়েছে কমিশন](https://www.womeneye24.com/media/imgAll/2022July/সংবিধান-সংস্কার-কমিশন-2502131047.jpg)
ফাইল ছবি
প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, নাগরিকদের সুবিচার প্রাপ্তি, সংসদ সদস্য হওয়ার বয়স কমপক্ষে ২১ বছর করা, এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা বৃদ্ধি সহ সাতটি বিষয় নিয়ে সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সংসদ ভবনের এলডি হলে এক সংবাদ সম্মেলনে কমিশনের প্রধান ডক্টর আলী রীয়াজ এসব বিষয় তুলে ধরেন।
ডক্টর রীয়াজ বলেন, কমিশন তাদের সুপারিশে মূলত সমাজের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্রের মূল্যবোধকে কেন্দ্র করে কাজ করেছে। তিনি জানান, সংবিধান সংস্কারের জন্য সারাদেশের মানুষের মতামত সংগ্রহ করে প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। লিখিতভাবে ২৫টি রাজনৈতিক দল ও তিনটি রাজনৈতিক জোটের মতামতসহ সুশীল সমাজের প্রতিনিধিরাও এতে অংশ নিয়েছেন।
এ প্রতিবেদনে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের আদর্শ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের জনআকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে। এছাড়া, ক্ষমতার কেন্দ্রীকরণ রোধের জন্য বর্তমান সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পাশাপাশি নতুন প্রতিষ্ঠানের প্রস্তাবনা দেওয়া হয়েছে, যার মধ্যে একটি হলো জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি)।
প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা হ্রাসের জন্য বিভিন্ন পদক্ষেপের সুপারিশ করা হয়েছে, যেমন প্রধানমন্ত্রী যেন একাধিক পদে অধিষ্ঠিত হতে না পারেন এবং তার দলের সংসদ সদস্যদের কাছে জবাবদিহির ব্যবস্থা সুনিশ্চিত করতে ৭০ অনুচ্ছেদ সংস্কারের প্রস্তাব করা হয়েছে।
এছাড়া, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে এবং নাগরিকদের সুবিচার প্রাপ্তি সহজ করার জন্যও পদক্ষেপের সুপারিশ রয়েছে। নাগরিকদের অধিকার সম্প্রসারণ এবং সেগুলোর বাস্তবায়নে রাষ্ট্রের দায়বদ্ধতা নিশ্চিত করতে জোর দেওয়া হয়েছে।
ড. আলী রীয়াজ আরও বলেন, শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং ভবিষ্যতে ফ্যাসিবাদী শাসনের সম্ভাবনা রোধ করতে ক্ষমতাসীনদের জবাবদিহি নিশ্চিত করা, প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা রক্ষা এবং স্থানীয় পর্যায়ে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
ইউ