![ঢাকায় শবে বরাতে আতশবাজি ও পটকা নিষিদ্ধ ঢাকায় শবে বরাতে আতশবাজি ও পটকা নিষিদ্ধ](https://www.womeneye24.com/media/imgAll/2022July/ডিএমপি-2502131030.png)
ফাইল ছবি
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) দিনগত রাতে পবিত্র শবে বরাত উপলক্ষে ঢাকার সব এলাকায় আতশবাজি, পটকা ফোটানোসহ বিস্ফোরক দ্রব্য বেচা-কেনা, পরিবহন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে।
১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ডিএমপি পুলিশের পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সই করেন।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী শুক্রবার দিবাগত রাত ১৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত উদযাপিত হবে। এই পবিত্র রাতের সম্মান রক্ষায় এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ উদযাপন নিশ্চিত করতে ডিএমপি কর্তৃপক্ষ অর্ডিন্যান্স ২৮ ধারার আওতায় ওই রাত ৬টা থেকে ১৫ ফেব্রুয়ারি ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি ও অন্যান্য ক্ষতিকারক ও দূষণকারী দ্রব্য বহন ও ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে।
ডিএমপি কর্তৃপক্ষ জনগণের সহযোগিতা কামনা করে জানিয়েছে যে, শবে বরাত উদযাপনে কেউ যাতে পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি না করে, সেদিকে সবাইকে সচেতন হতে হবে।
ইউ