ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ০৫ ফেব্রুয়ারি ২০২৫

English

জাতীয়

যেসব উপায়ে দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্রতা পরিত্রাণ সম্ভব

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৭, ৫ ফেব্রুয়ারি ২০২৫

যেসব উপায়ে দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্রতা পরিত্রাণ সম্ভব

ছবি: উইমেনআই২৪ ডটকম

বাংলাদেশের সামাজিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ভবিষ্যতের করণীয় বিষয়ক ক্যাশ প্লাসসহ, এমআইএস সিস্টেমের মাধ্যমে নিবিড় পরিবীক্ষণ দ্বারা দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্রতা থেকে পরিত্রাণ সম্ভব বলে মনে করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। 

মঙ্গলবার ( ০৪ ফেব্রুয়ারি) হোটেল ইন্টারকন্টিনেন্টালে কনসালটেটিভ ওয়ার্কশপ 'দা ফিউচার সোশ্যাল প্রটেকশন ইন বাংলাদেশ : টকিং স্টক অব কি ইনোভেশনস'  শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর(অন্তবর্তীকালীন) মিস গেইল মার্টিন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডঃ মোঃ মহিউদ্দিন, বিশ্বব্যাংকের সিনিয়র সামাজিক সুরক্ষা বিশেষজ্ঞ মিস শ্রায়ানা ভট্টাচার্য, অর্থ বিভাগের যুগ্মসচিব আবুল বাশার মোঃ আমির উদ্দিন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব ও প্রকল্প পরিচালক নাজমুল আহসান, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের প্রজেক্ট কোঅর্ডিনেটর দীলিপ কুমার চক্রবর্তী, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যুগ্মসচিব নাজমুল আবেদিন, সিরাজগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক কানিজ ফাতেমা এবং ওয়ার্ড ফুড প্রোগ্রামের পলিসি অফিসার মামুনুর রশিদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান খান। 

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি আইএনএসএস দ্বারা পরিচালিত সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ ও শক্তিশালী করার ক্ষেত্রে বাংলাদেশ অগ্রগতি করছে। কিন্তু আমি বলতে চাই আমার দৃষ্টিকোণে শিশু ও নারীদের আত্মনির্ভরশীল করতে এবং তাদের নিরাপত্তা, শিক্ষা দেওয়া ও সুস্থ রাখা রাষ্ট্রের যেমন দায়িত্ব আছে, ঠিক তেমনি যারা খুব বয়স্ক আছেন তাদের প্রতিও রাষ্ট্রের একটা বিশেষ দায়িত্ব আছে।

 তিনি বলেন, অঙ্গহীন স্বাবলম্বী যারা, সবল যারা, তরুণ যুব ও মহিলা দরিদ্র যারা এবং নারীরা যারা সুস্থ আছেন কিন্তু দরিদ্র, তাদের সকলকে ভাতাভিত্তিক না করে তাদের অর্থনৈতিক সক্ষমতার জায়গায় নিয়ে আসা দরকার। এ লক্ষ্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। বিশ্বব্যাংক এবং অন্যান্য অংশীদারদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশে সামাজিক সুরক্ষার ভবিষ্যৎ নিয়ে এই পরামর্শমূলক কর্মশালার উদ্বোধন করতে পেরে  আমি আনন্দিত। বিশ্বব্যাংককে এই সময়োপযোগী উদ্যোগ এবং ক্যাশ প্লাস পরিষেবা ও অর্থনৈতিক অন্তর্ভুক্তি কর্মসূচিতে বিশেষ মনোযোগ দেয়ার জন্য ধন্যবাদ জানান তিনি।

তিনি আরও বলেন, হাজার হাজার কোটি টাকা অপচয় করা এবং দেশ থেকে বাইরে নিয়ে যাওয়া সেই রাষ্ট্রের অনেক সক্ষমতা আছে, শুধুমাত্র যদি সেই অর্থটা ভালোভাবে, সুন্দরভাবে, সুব্যবস্থা করে কাজে লাগান। সামাজিক সুরক্ষা বৃদ্ধিতে অর্থের জায়গাটা কিন্তু বিষয় নয়, বিষয়টা হচ্ছে পরিকল্পনার বিষয় এবং কৌশলগত দিক থেকে একটা পরিবর্তন আনা। বিদ্যমান উদ্ভাবনী ক্যাশ প্লাস প্রোগ্রামগুলির নকশাকে শক্তিশালী করার জন্য একটি রোডম্যাপ তৈরি করুন। 

মামুনুর রশিদ সামাজিক নিরাপত্তার সমস্যা ও আশুকরণীয় বিষয়ের বিভিন্ন দিকগুলো তুলে ধরেন।

ইউ

স্বর্ণের দামে ফের রেকর্ড, বৃহস্পতিবার থেকে কার্যকর

এবার ধানমন্ডি ৩২-এ আগুন দিলো ছাত্র-জনতা

অমর একুশে বইমেলায় নতুন বই ৯৮টি

মেয়েদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে দ্রুত কার্যকরী পদক্ষেপের আহ্বান

যেসব উপায়ে দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্রতা পরিত্রাণ সম্ভব

এক্সচেঞ্জ অফারে যেকোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে ২৫% ছাড়ে ওয়ালট

ইটভাটা ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযানে ১.২৩ কোটি টাকা জরিমানা

প্লাস্টিক নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন রিজওয়ানা

নোয়াখালীতে থানার গোলঘরে মারামারি, আটক ৬

কামরুল ইসলামের ১৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

নতুন রাজনৈতিক দল গঠনে জনমত জরিপের ঘোষণা

ইউএস-বাংলা ঢাকা ট্রাভেল মার্টে ফার্স্টট্রিপের বিটুসি পরিষেবা মেলা

শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় সব আসামি খালাস 

আখেরি মোনাজাতে শেষ হলো প্রথম পর্বের বিশ্ব ইজতেমা

গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা জাতিগত নিধনের সামিল: জাতিসংঘ