ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, , ২৪ জানুয়ারি ২০২৫

English

জাতীয়

‘রাষ্ট্র উন্নয়নে প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে’ 

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ২১:৪৬, ২৩ জানুয়ারি ২০২৫

‘রাষ্ট্র উন্নয়নে প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে’ 

সংগৃহীত ছবি

পরিবেশ অধিদপ্তরের পরিচালক জিয়াউল হক বলেন, প্রবীণরা দেশের জন্য বোঝা নয় সম্পদ। রাষ্ট্র পরিচালনায় প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। 

আজ বৃহস্পতিবার দুপুরে ধানমণ্ডির রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর কনফারেন্স রুমে "বাংলাদেশ প্রবীণ জনগোষ্ঠীর উপর জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া: জাতীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের নীতি ও কর্মসূচীতে প্রবীণদের অন্তভূক্তিতে করনীয়" শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে পরিবেশ দূষণের জন্য তরুণ থেকে প্রবীণ সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই দূষণ ও কার্বন হ্রাস করতে পরিবেশ অধিদপ্তর থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছি ও জাতিসংঘের কাছে নানা তথ্য পাঠিয়েছি।

তিনি আরো বলেন, বড় ইন্ডাস্ট্রির বিষাক্ত গ্যাস ও গাড়ির কালো ধোয়া নিস্বঃরন রোধে ব্যবস্থা গ্রহন করা হয়েছে।এছাড়া বায়ু দূষণ রোধে রাজধানীতে ২০০ টি বৈদ্যুতিক বাস চালুর প্রকল্প গ্রহন করা হয়েছে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি মিহির বিশ্বাস বলেন, প্রবীনদের জন্য জেলাভিত্তিক সংস্থা তৈরি করা প্র‍য়োজন। এছাড়া প্রবীনরা পরিবারের সদস্যদের উপর পুরোপুরি নির্ভরশীল না হয়ে কর্মমূখীর চেষ্টা করতে হবে। এবং বর্তমান প্রজন্মকে তাদের পরিবারের প্রবীনদের দিকে মনযোগী হতে হবে।

অন্যান্য অতিথিরা বলেন,  বায়ু দূষনে সর্বপ্রথম প্রবীণরাই ক্ষতিগ্রস্থ হচ্ছে। প্রবীণদের অধিকার নিশ্চিতের জন্য সকল প্রবীণ সংগঠন একত্রিত হয়ে সরকারের কাছে অধিদপ্তরের আওতাভুক্ত করার আহবান করতে হবে। এতেই প্রবীণদের সমস্যা চিহ্নিত করা সম্ভব। 

এছাড়া প্রবীনরা প্রতিনিয়তই সমাজে অবহেলিত হচ্ছে। নবীনরা নতুন কিছু জানতে প্রবীণদের উপরেই নির্ভর করতে হয়।

জলবায়ু পরিবর্তনের সাথে সাথে শব্দ ও বায়ু দূষণে প্রবীণরা আক্রান্ত হচ্ছে।এতে তাদের জীবনযাত্রা অসহনীয় হয়ে পরছে।

তাই সরকারের নীতিমালার দিকে না তাকিয়ে থেকে প্রবীণরা নিজেদের উন্নয়নের জন্য নানামূখী  পদক্ষেপ গ্রহন করা উচিত। 

রিকের নির্বাহী পরিচালক আবুল হাসিব খানের সভাপতি কে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ জিয়াউল হক। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাপার পরিবেশ বিশেষজ্ঞ ও যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস।

আরো উপস্থিত ছিলেন রিকের গবেষক তোফাজ্জল হোসেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক এস এম এইচ এম সাখাওয়াত হোসেনসহ অন্যান্যরা।


আরো উপস্থিত ছিলেন রিকের গবেষক তোফাজ্জল হোসেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক এস এম এইচ এম সাখাওয়াত হোসেনসহ অন্যান্যরা

//এল//

মেট্রোরেল স্টেশনে আহত যুবকের ভিডিও ভাইরাল, যা জানা গেল

দেশের স্বার্থে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্

‘রাষ্ট্র উন্নয়নে প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে’ 

সব প্রার্থীর এজেন্টদের প্রশিক্ষণ দিতে চায় ইউএনডিপি

সালমান এফ রহমানের ২৫০ কোটি টাকার সম্পদ জব্দ

নতুন দল গঠনে পৃষ্ঠপোষকতা করছে না সরকার: পরিবেশ উপদেষ্টা

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা

‘উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে’ 

‘ফেব্রুয়ারিতে বৈষম্যবিরোধী ও নাগরিক কমিটির রাজনৈতিক দল ঘোষণা’

রাজধানীতে উদ্বোধন হলো আইসিসিবি এক্সপো ভিলেজ

বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি এক-এগারোর ইঙ্গিত: নাহিদ

ট্রাম্পের শুল্ক নীতি: যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য বিপদ সংকেত

বেক্সিমকোর অস্তিত্বহীন ১৬ প্রতিষ্ঠানের নামে ১২ হাজার কোটি টাকা ঋণ

জাতীয় মানবাধিকার কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা প্রদানের

শুক্রবার থেকে শিশু একাডেমিতে কিডস টাইম মেলা শুরু