ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, , ২৪ জানুয়ারি ২০২৫

English

জাতীয়

সব প্রার্থীর এজেন্টদের প্রশিক্ষণ দিতে চায় ইউএনডিপি

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ২১:৩৮, ২৩ জানুয়ারি ২০২৫

সব প্রার্থীর এজেন্টদের প্রশিক্ষণ দিতে চায় ইউএনডিপি

সংগৃহীত ছবি

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের সময় নির্বাচনী এজেন্ট হিসেবে যারা কাজ করেন, তাদের প্রশিক্ষণ দিতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।


বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ইউএনডিপির বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার নেতৃত্বে এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।


সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ১০ দিন পর এসে আজকে তারা একটা ফিডব্যাক দিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের সঙ্গে কথা বলেছেন তারা। সরেজমিন দেখেছেন। এর ভিত্তিতে তারা সিদ্ধান্ত নিয়েছেন আমাদের কিছু সহযোগিতা করবেন৷ কিছু লজিসটিকস যেটা ক্যামেরা, কম্পিউটার, হার্ডওয়্যার, আরেকটা জিনিস হচ্ছে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেবেন।


তিনি বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষতা আরও কীভাবে বাড়ানো যায়, যাতে নির্বাচনী ফলাফল দ্রুত দেওয়া যায়, সুশীল সমাজের অংশগ্রহণ, যুব সমাজের সচেতনতা বৃদ্ধি এবং তাদের দায়িত্বটা কি, সীমানা পুনর্নির্ধারণে কতটা কি করা যেতে পারে এসব দেখা হবে।


এক প্রশ্নের জবাবে সচিব বলেন, দলগুলোর সঙ্গে প্রশিক্ষণ নয়। তবে ভোটকেন্দ্রে যিনি দলের থাকবেন তার সঙ্গে যদি আমরা একসঙ্গে কাজ করতে পারি তাহলে ভালো ফল পাব।


তিনি আরও বলেন, ওরা নারী অংশগ্রহণের বিষয়ে বলেছেন। আমরা বলেছি যে এজন্য ঘরে ঘরে গিয়ে ভোটার করছি। এখন ভোটকেন্দ্রে তো তারাই যাবেন। এজন্য আমরা সব সময় উৎসাহ জানাচ্ছি, যাতে তারা অংশগ্রহণ করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষতা আরও কীভাবে বাড়ানো যায়, যাতে নির্বাচনী ফলাফল দ্রুত দেওয়া যায়, সুশীল সমাজের অংশগ্রহণ, যুব সমাজের সচেতনতা বাড়ানো, যে তাদের দায়িত্বটা কী, এসব নিয়ে কথা হয়েছে। এছাড়া সীমানা পুনর্নির্ধারণে কতটা কী করা যেতে পারে, তা নিয়েও কথা হয়েছে। আমরা বলেছি যে কোনো কিছু বন্ধ রাখিনি। একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা করা দরকার আমরা করছি।


এ সময় ইসি সচিব আখতার আহমেদ আরও জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি।

//এল//

মেট্রোরেল স্টেশনে আহত যুবকের ভিডিও ভাইরাল, যা জানা গেল

দেশের স্বার্থে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্

‘রাষ্ট্র উন্নয়নে প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে’ 

সব প্রার্থীর এজেন্টদের প্রশিক্ষণ দিতে চায় ইউএনডিপি

সালমান এফ রহমানের ২৫০ কোটি টাকার সম্পদ জব্দ

নতুন দল গঠনে পৃষ্ঠপোষকতা করছে না সরকার: পরিবেশ উপদেষ্টা

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা

‘উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে’ 

‘ফেব্রুয়ারিতে বৈষম্যবিরোধী ও নাগরিক কমিটির রাজনৈতিক দল ঘোষণা’

রাজধানীতে উদ্বোধন হলো আইসিসিবি এক্সপো ভিলেজ

বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি এক-এগারোর ইঙ্গিত: নাহিদ

ট্রাম্পের শুল্ক নীতি: যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য বিপদ সংকেত

বেক্সিমকোর অস্তিত্বহীন ১৬ প্রতিষ্ঠানের নামে ১২ হাজার কোটি টাকা ঋণ

জাতীয় মানবাধিকার কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা প্রদানের

শুক্রবার থেকে শিশু একাডেমিতে কিডস টাইম মেলা শুরু