ছবি সংগৃহীত
পাকিস্তানি একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে বোমা হামলার হুমকির বার্তা পাওয়া গেছে।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ এ বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রে জানা গেছে, বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিউটি অফিসার এএসপি আব্দুল হান্নানের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে ওই হুমকির বার্তা পৌঁছায়। এতে বলা হয়, রোম থেকে ঢাকা আসা ফ্লাইটে ৩৪ কেজি বিস্ফোরক রয়েছে, যা শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর বিস্ফোরিত হবে। বার্তাটি সতর্কতার উদ্দেশ্যে পাঠানো হয়েছে এবং এটি হুমকি নয়, এমন দাবি করা হয়।
এদিকে, বার্তা পাওয়ার পর বিমানবন্দর কর্তৃপক্ষ জরুরি ব্যবস্থা গ্রহণ করে এবং বিমানটি রোম থেকে ঢাকায় আসার পথে জরুরি অবতরণ করানো হয়। বিমানের ২৫০ যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে তল্লাশি কার্যক্রমও শুরু করা হয়। তবে তল্লাশির পর বিমানে বা যাত্রীদের ব্যাগে কোনো বিস্ফোরক বা বোমা সদৃশ বস্তু পাওয়া যায়নি।