ছবি সংগৃহীত
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) চার দিনব্যাপী সম্মেলনে অংশগ্রহণ করতে সুইজারল্যান্ডের জুরিখে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
স্থানীয় সময় বিকাল ৫টা ২৫ মিনিটে তিনি জুরিখ বিমানবন্দরে পৌঁছান। সুইজারল্যান্ডে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারিক মোহাম্মদ আরিফুল ইসলাম তাকে স্বাগত জানান।
এমিরেটস এয়ারলাইন্সের মাধ্যমে ২০ জানুয়ারি রাত ১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা হন প্রধান উপদেষ্টা।
ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার প্রধান উপদেষ্টার সুইজারল্যান্ড পৌঁছানোর খবর নিশ্চিত করেছেন।
প্রধান উপদেষ্টা তার সফরকালে চারটি দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলোচনা করবেন। এদের মধ্যে রয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস, ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা।
এছাড়া, এই সম্মেলনে বাংলাদেশ সম্পর্কে একটি আলাদা ডায়লগের আয়োজন করা হয়েছে, যা দেশের বৈদেশিক বিনিয়োগ ও আন্তর্জাতিক ব্যবসায়ী নেতাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে বলে সরকারের বিশ্বাস।
এ সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ইউ