সংগৃহীত ছবি
সচেতনতার অভাবে গড়ে দিনে ৪১ জন শিশু পানিতে ডুবে মারা যায়। বছরে প্রায় ১৫ হাজার শিশু পানিতে ডুবে মারা যায়।
সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশের (সিআইপিআরবি) প্রতিবেদনে এতথ্য উঠে এসেছে।
বিশেষজ্ঞরা পানিতে ডুবে শিশু মৃত্যুর হার কমাতে সাঁতার প্রশিক্ষণ ও পানিতে ডোবার হাত থেকে নিজেকে রক্ষার কৌশল শেখানোর ব্যবস্থা সহজলভ্য করার তাগিদ দিয়েছেন।
মঙ্গলবার রাজধানী গুলশানের একটি হোটেলে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি)-এর আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের (ময়েস) নেতৃত্বে
অনুষ্ঠিত হলো পানিতে ডুবা প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালায় এতথ্য উঠে এসেছে । এই অনুষ্ঠানে কারিগরি দিকনির্দেশনা প্রদান করেছে ইউনিসেফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইউনিসেফ বাংলাদেশের অফিসার ইন-চার্জ এবং চাইল্ড প্রোটেকশন চিফ ড. এলিসা কল্পনা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, মো. শিব্বির আহমেদ ওসমানী, বাংলাদেশ সুইমিং ফেডারেশন এবং শিশু একাডেমির (আইসিবিসি প্রজেক্ট) প্রোগ্রাম ম্যানেজার মো. তারিকুল ইসলাম চৌধুরী। প্রোগ্রামটির সাফল্য তুলে ধরেন
ইউনিসেফের চাইল্ড প্রোটেকশন স্পেশালিস্ট মনিরা হাসান। এছাড়া বক্তব্য দেন স্বাস্থ্য অধিদফতরের ডা. নুরু হোসেন চৌধুরী, সিআইপিআরবির উপ নিবাহী ড. আমিনুর রহমান। ইউনিসেফ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্পোর্টস ফর ডেভেলপমেন্ট প্রোগ্রামের কো-অর্ডিনেটর
সানজিদা ইসলাম, ক্রীড়া অধিদপ্তরের সহকারী পরিচালক আজিম হোসেন, মো. বাংলাদেশ শিশু একাডেমির যুগ্ম সচিব গোলাম মোস্তফা, সাঁতার প্রশিক্ষক মাহমুদা সুলতানা বীথি ও মীম আক্তার এবং প্রশিক্ষণ প্রাপ্ত সাঁতার শিক্ষার্থী মানিকগঞ্জের ষষ্ঠ শ্রেণির
//এল//