ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ২২ জানুয়ারি ২০২৫

English

জাতীয়

শক্তিশালী গোষ্ঠীকে জবাবদিহির আওতায় আনার এখনই আদর্শ সময়

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ১৯:৪৫, ১২ জানুয়ারি ২০২৫

শক্তিশালী গোষ্ঠীকে জবাবদিহির আওতায় আনার এখনই আদর্শ সময়

সংগৃহীত ছবি

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সবার আগে গণমাধ্যমকে স্বাধীন করতে হবে। শক্তিশালী গোষ্ঠীকে জবাবদিহির আওতায় আনার এখনই আদর্শ সময়। কারণ এই সরকার গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করেনি, করবেও না। গণমাধ্যম বর্তমানে অকল্পনীয় স্বাধীনতা ভোগ করছে মন্তব্য করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম।

  রোববার (১২ জানুয়ারি) রাজধানী গুলশানের একটি হোটেলে  অক্সফ্যাম ইন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে  ডেভেলপমেন্ট মিডিয়া ফোরাম’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘পরিবেশ, দুযোগ, জলবায়ু পরিবর্তসহ নানা বিষয় বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকতার মাধ্যমে এই চ্যালেঞ্জ আমাদের মোকাবিলা করতে হবে। আমাদের প্রশ্ন করতে হবে উন্নয়নমূলক কাজ; বিশেষ করে প্রকল্পগুলো কতটা পরিবেশের নীতিমালা মেনে চলে। সেগুলো পরিবেশের ক্ষতি করছে কিনা, মানবাধিকারে প্রভাব ফেলছে কিনা তা নিয়ে প্রশ্ন করতে হবে।’

ডেভেলপমেন্ট মিডিয়া ফোরাম এর উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, ‘আমরা আশা করতে পারি, এই ফোরামের মাধ্যমে আমাদের সাংবাদিকতায় গতি আসবে। সেইজন্য আমাদের আরও মিডিয়া প্রশিক্ষণ, সক্ষমতা প্রয়োজন। আমি আশা করি, ডেভেলাপমেন্ট মিডিয়া ফোরাম এগুলো নিয়ে কাজ করবে।’


পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, ‘ডেভেলপমেন্ট মিডিয়া ফোরামের সবচেয়ে গুরুত্বপূর্ণ  জায়গা হতে পারে, ডেভেলপমেন্ট জার্নালিজমকে নতুন যাত্রার জায়গায় নিয়ে যাওয়া। ক্ষমতাসীন প্রভাবশালী স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং জনগোষ্ঠীকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা, স্থানীয় জনগোষ্ঠী ও মানুষের কাজগুলো আন্তর্জাতিক পর্যায়ে উন্নয়নের বিষয়গুলোকে স্থান দেওয়া। এগুলো করতে পারলে ফোরামের একটি বিরাট সাফল্য হবে। 


তিনি আরো বলেন, আমি আশাবাদী অক্সফ্যামের মাধ্যমে এই ফোরামটি বাংলাদেশের উন্নয়ন সাংবাদিকতার কাজকে আরো প্রসারিত করতে পারবে। তাদের দৃষ্টিটাকে আরও স্বচ্ছ করে তুলতে সাহায্য করবে। ’

অনুষ্ঠানে  ফোরামের উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস, অক্সফ্যাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আশীষ দামলে, চ্যানেল ২৪ এর এক্সিকিউটিভ ডিরেক্টর তালাত মামুন, ইন্টারনিউজ বাংলাদেশের চিফ অব পার্টি শামীম আরা শিউলি৷ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অক্সফাম ইন বাংলাদেশের কমিউনিকেশন—এডভোকেসি প্রধান শরিফুল ইসলাম।

 
অন্তর্ভূক্তিমূলক সাংবাদিকতা ও উন্নয়ন বিষয়ক সংযোগ, তথ্যের বিকাশ ও আন্তর্জাতিক সংযোগের মাধ্যমে দেশ ও গণমাধ্যমের উন্নয়নে যাত্রা শুরু হলো ‘ডেভেলপমেন্ট মিডিয়া ফোরাম’ এর। বাংলাদেশের উন্নয়ন, গণমাধ্যম পরিস্থিতি এবং আগামীর বাংলাদেশে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন বক্তারা। 


অক্সফামের ব্যবস্থাপক মুস্তাকীম বিল্লাহ একাত্তরের মুক্তিযুদ্ধে অক্সফামের ভূমিকা সহ সমসাময়িক বাংলাদেশের কথাও তার প্রবন্ধে তুলে ধরেন।

 বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস জাতীয় উন্নয়নের পথে অন্তর্ভূক্তিমূলক সাংবাদিকতার উপর জোর দেন। 


তিনি বলেন,  ডেভেলাপমেন্ট মিডিয়া ফোরামের মাধ্যমে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি, কাজের ক্ষেত্র তৈরিসহ সার্বিক গণমাধ্যম নিয়ে কাজে সুইডেন পাশে থাকবে । এককথায়  ‘সুইডেন বাংলাদেশের উন্নয়নে পাশে ছিল এবং ভবিষতেও থাকবে।  ডেভেলপমেন্ট মিডিয়া ফোরামের  উদ্যোগের মধ্য দিয়ে জলবায়ূ পরিবর্তনসহ  নানা সমস্যার সমাধান সম্ভব।’ 


অক্সফ্যামের কান্ট্রি ডিরেক্টর আশীষ দামলে বলেন, ‘বিশ্বব্যাপী এবং বাংলাদেশে গণমাধ্যমের বর্তমান অবস্থার পাশাপাশি "সংবাদ যুদ্ধ"—এর মতো ঘটনা ঘটছে। আমাদের গণমাধ্যমের ঐতিহাসিকতা পুরো পৃথিবীর উন্নয়নের সাথে সম্পৃক্ত। আমরা বলি, তথ্যই সব; তথ্যই শক্তিশালী। সাম্প্রতিক বছরগুলোতে প্রযুক্তিগত, বাণিজ্যিক ও রাজনৈতিক প্রভাবের শিকার হয়েছে সাংবাদিকতা। যা ক্রমশও তীব্রতর হয়েছে। ডেভেলাপমেন্ট মিডিয়া ফোরাম যে উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে, তার একটি গুরুত্বপূর্ণ কাজের অংশ হতে পারে এগুলো।’

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘বাংলাদেশের উন্নয়ন সফরঃ গণমাধ্যমের ভূমিকা ও ভবিষ্যত’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে  মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইফুল ইসলাম। উপস্থাপনায় সার্বিকভাবে সাংবাদিকতা, প্রান্তিক জনগোষ্ঠী, উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা উঠে আসে। যেখানে আলোচকরাও পাশাপাশি সরাসরি অংশগ্রহণ করেন সাংবাদিকরা।  

আলোচক হিসেবে অংশগ্রহণ করেন  ঢাকা ট্রিবিউনের এক্সিকিউটিভ এডিটর রিয়াজ আহমেদ, ইউল্যাবের মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগের প্রধান অধ্যাপক ড. সুমন রহমান, অন্তর্বর্তীকালীন সরকারের লন্ডন প্রেস মিনিস্টার আকবর হোসেন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ডেপুটি এডিটর মুবিন এস খান, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ)  সভাপতি ও দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি দৌলত আক্তার মালা এবং একশন কন্ট্রে লা  ফেইম (এসিএফ) এর কান্ট্রি ডিরেক্টর, মোহাম্মদ আকমল শরীফ।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অক্সফাম ইন বাংলাদেশের কমিউনিকেশন এডভোকেসি প্রধান শরিফুল ইসলাম।
 

//এল//

গদখালির ফুল চাষিদের ব্যস্ততা

‘সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে দুই দেশের জন্যই সুফল বয়ে আনবে’ 

রাজধানীর ১৯ খাল পলিথিনে ভরে গেছে: উপদেষ্টা রিজওয়ানা 

পুলিশের সব ইউনিটে থাকবে একই পোশাক

চরমোনাই পীরের বাড়িতে গেলেন জামায়াতের আমির

ইউরোপীয় ইউনিয়ন এবং ইউএন উইমেনের ৪.৮ মিলিয়ন ইউরোর চুক্তি

উচ্চ আদালতে বিচারক নিয়োগে কাউন্সিল গঠন: অধ্যাদেশ জারি

বিস্ফোরক মামলায় জামিনপ্রাপ্ত ১৭৮ আসামির তালিকা প্রকাশ

তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী সরকারের নতুন পদক্ষেপ 

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

তৃণমূলের মানুষের অজেয় উত্থান প্রত্যাশী

তামাকমুক্ত গাজীপুর সিটি কর্পোরেশন গঠনের প্রক্রিয়া শুরু 

প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডে পৌঁছেছেন

‘অপরাধীদের গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে’ 

দিনে ৪১ শিশু পানিতে ডুবে মারা যায়