সংগৃহীত ছবি
রাজধানীর মুগদার মান্ডা গ্রিন মডেল টাউন এলাকায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, মো. আদিল আরহাম সিয়াম (১৮) ও অংশু (১৭)। তারা দুজনেই শিক্ষার্থী। সিয়াম দক্ষিণ মান্ডার স্থায়ী বাসিন্দা কসমেটিক ব্যবসায়ী মো. আকরাম হোসেনের ছেলে। আর অংশু একই এলাকার বাসিন্দা মো. উকিলের ছেলে।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. নজরুল ইসলামের বরাত দিয়ে পুলিশ জানায়, মুগদার গ্রিন মডেল টাউনে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশের রাস্তায় মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষ হয়। অটোরিকশা ও মোটরসাইকেলটি উল্টে পড়ে ছিল। পাশে পড়েছিল মোটরসাইকেলে থাকা দুই যুবক ও অটোরিকশাচালক। সেখান থেকে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে রাত সাড়ে ১০টায় চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অটোরিকশা চালককে অন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত সিয়ামের মামা আল আমিন বলেন, সিয়াম এবার এইচএসসি রেজাল্ট খারাপ করেছিল। সে অংশু নামে তার এক বন্ধুর সঙ্গে মামার মোটরসাইকেলে নিয়ে ঘুরতে বের হয়েছিল। তবে আর বাসায় ফেরেনি। সন্ধ্যায় খবর পাই, সে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। পরে ঢামেক হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আমরা ভোটার আইডি কার্ড দেখে তার নাম পরিচয় শনাক্ত করি। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।
//এল//