ঢাকা, বাংলাদেশ

মঙ্গলবার, , ০৭ জানুয়ারি ২০২৫

English

জাতীয়

অর্থনীতিবিদ আনিসুর রহমান আর নেই

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ২২:৩৩, ৫ জানুয়ারি ২০২৫

অর্থনীতিবিদ আনিসুর রহমান আর নেই

সংগৃহীত ছবি

খ্যাতনামা অর্থনীতিবিদ এবং বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক আনিসুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার দুপুর ১টা ১০ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর ব্যক্তিগত সহকারী আব্দুল জলিল এ তথ্য জানান।
আনিসুর রহমানের বয়স হয়েছিল ৯১ বছর। অসুস্থতার কারণে তিনি দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। তার দেখভালের দায়িত্বে ছিলেন আব্দুল জলিল। আনিসুর রহমানের পরিবারের সদস্যরা বিদেশে থাকেন।

আব্দুল জলিল বলেন, স্যার তো কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন, বিছানায় থাকতে হত। শনিবার থেকে খাওয়া বন্ধ হয়ে যায়, রাতে শ্বাসকষ্ট শুরু হলে ভোর ৪টার দিকে হাসপাতালে নেয়া হয়। দুপুরে ডাক্তার মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা দেশে এসে দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন জানিয়ে জলিল বলেন, মরদেহ বর্তমানে বারডেম হাসপাতালের হিমঘরে রাখা আছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়া আনিসুর রহমান শিক্ষকতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইসলামাবাদ বিশ্ববিদ্যালয়ে। অধ্যাপক রহমান রবীন্দ্রসংগীত শিল্পী এবং গবেষক হিসেবেও পরিচিত ছিলেন। যুক্ত ছিলেন ছায়ানটের সঙ্গে। বিস্তর লেখালেখিও করেছেন।

‘পথে যা পেয়েছি’ নামে দুই খণ্ডে তার আত্মজীবনীমূলক গ্রন্থ প্রকাশ করে অ্যাডর্ন পাবলিকেশন।

অধ্যাপক আনিসুর রহমানের জন্ম ১৯৩৩ সালে ব্রাহ্মণবাড়িয়ায়। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়ায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন।

তাঁর আত্মজীবনীমূলক বই ‘পথে যা পেয়েছি’তে লেখা হয়েছে, ১৯৭৭ সালে আনিসুর রহমান জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার আমন্ত্রণে ওই সংস্থায় যোগ দিয়ে গ্রামীণ উন্নয়নে জনগণের অংশগ্রহণের ওপর একটি বিশ্বব্যাপী প্রোগ্রাম সৃষ্টি করে ১৯৯০ সাল পর্যন্ত এই প্রোগ্রাম পরিচালনা করেন এবং ১৯৯১ সালে দেশে ফিরে আসেন। অংশীদারি গবেষণা এবং আত্মনির্ভর অংশীদারি উন্নয়নের দর্শন ও পদ্ধতিগত প্রশ্নে তাঁর অবদান বিশ্বস্বীকৃত এবং বিভিন্ন দেশে এই কাজে তাঁর চিন্তা ও রচনাবলি অনুপ্রেরণা জুগিয়েছে। সমাজ ও উন্নয়নদর্শন ছাড়া অধ্যাপক রহমান রবীন্দ্রসংগীতশিল্পী এবং গবেষক হিসেবে উভয় বাংলায় সুবিদিত।

আত্মনির্ভরশীল অর্থনীতি ও গণগবেষণার অন্যতম পথিকৃৎ ছিলেন অধ্যাপক আনিসুর রহমান। তিনি গুণী রবীন্দ্রসংগীতশিল্পী ছিলেন।

অধ্যাপক আনিসুর রহমানের বইগুলোর মধ্যে আছে ‘উন্নয়ন জিজ্ঞাসা’, ‘যে আগুন জ্বলেছিল: মুক্তিযুদ্ধের চেতনার স্বতঃস্ফূর্ত প্রকাশ’, ‘মাই স্টোরি অব ১৯৭১’, ‘অপহৃত বাংলাদেশ’ ইত্যাদি।

//এল//

নতুন বই নিয়ে যা জানালেন শিক্ষা উপদেষ্টা

ফরিদপুরে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় প্রাণহানি ৫

ঢাকায় ইআইবির ভাইস প্রেসিডেন্ট 

রাষ্ট্রপতি ও তার ক্ষমতা নিয়ে নাগরিক কমিটির প্রস্তাবনা

৪০ বছর ভারতে থেকে নাগরিকত্ব পেলেন বাংলাদেশি নারী

হানিমুনে কোথায় যাচ্ছেন তাহসান-রোজা

ঢাকায় পৌঁছালেন কলকাতা বিমানবন্দরে আটকা ২২০ বাংলাদেশি

২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

পুরানা পল্টনের ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিজের বিরুদ্ধে অভিযোগ তদন্তের আহ্বান জানালেন টিউলিপ

খালেদা জিয়ার লন্ডনযাত্রা: সড়কে জনদুর্ভোগ এড়াতে নির্দেশনা

পুরানা পল্টনে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

মার্কিন কংগ্রেসে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প