ঢাকা, বাংলাদেশ

মঙ্গলবার, , ০৭ জানুয়ারি ২০২৫

English

জাতীয়

লন্ডনে টিউলিপের বোনের বিনামূল্যের ফ্ল্যাট নিয়ে নতুন তথ্য প্রকাশ

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৮, ৫ জানুয়ারি ২০২৫

লন্ডনে টিউলিপের বোনের বিনামূল্যের ফ্ল্যাট নিয়ে নতুন তথ্য প্রকাশ

ফাইল ছবি

যুক্তরাজ্যের লেবার পার্টির অর্থনীতিবিষয়ক মন্ত্রী এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের পরিবারকে যুক্তরাজ্যে বিনামূল্যে প্রদান করা আরও একটি ফ্ল্যাটের খবর প্রকাশ পেয়েছে। শনিবার (৫ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানডে টাইমস এ তথ্য প্রকাশ করে।

প্রতিবেদন অনুযায়ী, উত্তর লন্ডনের হ্যাম্পস্টেড এলাকার ফিঞ্চলে রোডের এই ফ্ল্যাটটি ২০০৯ সালে শেখ হাসিনার ঘনিষ্ঠ মিত্র বাংলাদেশি আইনজীবী মঈন গণি বিনামূল্যে টিউলিপের বোন আজমিনাকে হস্তান্তর করেন। সে সময় আজমিনা মাত্র ১৮ বছর বয়সী ছিলেন এবং অক্সফোর্ডে পড়াশোনা শুরু করতে যাচ্ছিলেন।

ফ্ল্যাটটি কীভাবে এবং কখন টিউলিপের বসবাসের জন্য ব্যবহৃত হতে শুরু করে, তা স্পষ্ট নয়। তবে নথি অনুযায়ী, ২০১২ সাল থেকে টিউলিপ বিভিন্ন পেশাগত কাজে এই ফ্ল্যাটটিকে তার ঠিকানা হিসেবে ব্যবহার করেন। তার স্বামী ক্রিশ্চিয়ান পার্সিও ২০১৬ সালের মে পর্যন্ত একই ঠিকানা ব্যবহার করেছিলেন।

এর আগে, টিউলিপকে লন্ডনের কিংস ক্রসের কাছে আরেকটি ফ্ল্যাট বিনামূল্যে প্রদান করা হয়েছিল বলে জানায় দ্য ফিন্যান্সিয়াল টাইমস। সেটি তাকে দিয়েছিলেন শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ও আবাসন ব্যবসায়ী আবদুল মোতালিফ।

হ্যাম্পস্টেডের ফ্ল্যাট নিয়ে টিউলিপ কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তার ঘনিষ্ঠ সূত্র দাবি করেছে, এটি ছিল পরিবারের মধ্যকার সাময়িক ব্যবস্থাপনা, যা অনেক পরিবারের জন্য সাধারণ বিষয়।

এই প্রকাশিত তথ্য যুক্তরাজ্যে লেবার পার্টির অন্যতম মন্ত্রী এবং বাংলাদেশের রাজনৈতিক পরিবারের সদস্য টিউলিপের ওপর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ইউ

ঢাকায় ইআইবির ভাইস প্রেসিডেন্ট 

রাষ্ট্রপতি ও তার ক্ষমতা নিয়ে নাগরিক কমিটির প্রস্তাবনা

৪০ বছর ভারতে থেকে নাগরিকত্ব পেলেন বাংলাদেশি নারী

হানিমুনে কোথায় যাচ্ছেন তাহসান-রোজা

ঢাকায় পৌঁছালেন কলকাতা বিমানবন্দরে আটকা ২২০ বাংলাদেশি

২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

পুরানা পল্টনের ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিজের বিরুদ্ধে অভিযোগ তদন্তের আহ্বান জানালেন টিউলিপ

খালেদা জিয়ার লন্ডনযাত্রা: সড়কে জনদুর্ভোগ এড়াতে নির্দেশনা

পুরানা পল্টনে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

মার্কিন কংগ্রেসে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

হাসিনা পরিবারের সদস্যদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবে দুদক