সংগৃহীত ছবি
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নদী দখল করে ব্যক্তি মানুষদের নদী দখল করতে উৎসাহিত করছে। শুধু দখল নয়, অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে গ্রাম মহল্লা ধ্বংস হয়ে যাচ্ছে। তাই ব্রহ্মপুত্র নদকে দখল-দূষণ মুক্ত করতে আরেকটি বিপ্লব ঘটাতে হবে ক্ষোভ প্রকাশ করেছেন উপস্থিত বক্তারা।
সোমবার সকালে এলআরডি, বেলা, ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলন, অন্যচিত্র ফাউন্ডেশন ও ওয়াটার রাইটস ফোরামের যৌথ আয়োজনে ময়মনসিংহ নগরীর গ্রীণ পয়েন্ট রেস্টুরেন্ট ও প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের দখল-দূষণ রোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউসুফ আলী, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত), ময়মনসিংহ বিভাগ। সভাপতিত্ব করেন এএলআরডি’র প্রধান নির্বাহী শামসুল হুদা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আনন্দ মোহন কলেজের অধ্যাপক আফজালুর রহমান, এসেড ময়মনসিংহের নির্বাহী পরিচালক শেখ ইউসুফ লিটন, কবি শামসুল ফয়েজ, ফোরাম অন ইকোলজি’র সদস্য সচিব তুহিন তালুকদার, নাট্যকার আবুল মনসুর, টিআইবি প্রতিনিধি হাবিবুর রহমান, আব্দুর রহমান ফাউন্ডেশন এর প্রতিনিধি দেলোয়ার খান, এএসপিএস নির্বাহী পরিচালক মুস্তাসিম বিল্লাহ, ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের নেতা আনারুল ইসলাম, রফিকুল ইসলাম, ওয়েপ প্রতিনিধি মিজানুর রহমান, অগ্রদূত সমাজ উন্নয়ন সংস্থার প্রতিনিধি আনিসুর রহমান, আইইডি’র ব্যবস্থাপক নূরুন্নাহার, ফোরাম অন ইকোলজির সদস্য বাদল চক্রবর্তী, জাগরণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক কে.এম.এ জামি, ব্রহ্মপুত্র নদী পাড়ের বাসিন্দা মো. ওয়াহেদ আলী, নদী বাঁচাও আন্দোলন জামালপুর জেলা প্রতিনিধি রুবি, নাগরিক রাকিব হোসেন, আরিফুল হাসানসহ নাগরিক সমাজের প্রতিনিধিবির্গ।
বক্তারা বলেন, ব্রহ্মপুত্র বাঁচলে আমাদের এই জনপদ বাঁচবে। আমাদের নদীর পাড়ে গড়ে উঠা স্থাপনাগুলো ভেঙ্গে দখলমুক্ত করার আহ্বান জানান তারা। সেই সাথে নির্দিষ্ট সময়ের মধ্যে নদী রক্ষার বিষয়ে কোন পদক্ষেপ না নিলে দায়িত্বপ্রাপ্তরা পদত্যাগ করেন। নদী বিপ্লব করতে হবে। ব্রক্ষ্মপুত্র নদ অববাহিকায় ও তীরবর্তী অঞ্চলের বসবাসরত জনগোষ্ঠীকে নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সভায় ব্রক্ষ¥পুত্র নদ রক্ষায় নানা ধরনের সুপারিশ উঠে আসে।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. খালিদ মাহমুদ ও ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক আবুল কালাম আল আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাজেদ কামাল, পুলিশ পরিদর্শক; মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক অপু দাস, পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের অতিরিক্ত পরিচালক মো: মেসবাউল হক, অন্যচিত্রের নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা, এএলআরডি’র প্রোগ্রাম ব্যবস্থাপক সানজিদা খান রিপা।
মৎস্য কর্মকর্তা বলেন, কৃষি জমিতে যে পরিমাণ সার কীটনাশক ব্যবহৃত হয় সব নদীতে যায়, কল-কারখানার বিষাক্ত বর্জ্য, এবং শহরের পয়োনিষ্কাশনের সব লাইন নদীর সাথে যুক্ত। এই বিষাক্ত পানিতে মাছ তো দূরের কথা কোন জলজ প্রাণী বা উদ্ভিদ বেঁচে নেই। আমরা প্রতিটি মন্ত্রণালয় যার যার পরিকল্পনা তৈরি করি কিন্তু আমাদের মধ্যে কোন সমন্বয় নেই।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা জানান বর্তমান পরিবেশ উপদেষ্ট মহোদয়ের নিদের্শে দেশের নদীর তালিকা করা হয়েছে। এছাড়াও একটি স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, একসময়ের প্রমত্তা ব্রক্ষ্মপুত্র নদের দূরবস্থার জন্য আমরা সবাই দায়ী। পরিকল্পিত ভাবে নদীর উৎসমুখ খনন করতে হবে। নদী পাড়ের মানুষকে সংগঠিত হতে হবে। ময়মনসিংহ বিভাগের ৪ টি জেলায় ১৭৯ টি নদী চিহ্নিত করা হয়েছে। আমাদের কর্মপরিকল্পনা মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে। অনেক জেলায় সিএস রেকর্ড নেই। সেখানে আরএস রেকর্ড ধরে নদীর সীমানা নির্ধারণ করতে হবে। ব্রক্ষ্মপুত্র নদ বেড়ি বাঁধের মধ্যে যত অবৈধ স্থাপনা আছে সব খুব দ্রুত উচ্ছেদ করা হবে।
সভাপতি শামসুল হুদা বলেন, আমাদের সভ্যতা, সংস্কৃতি, সাহিত্য, কৃষি, মৎস্য, জীবনজীবিকা নদীকে ঘিরে আবর্তিত। নদী রক্ষায় যুদ্ধ প্রতিদিনের। আমাদের নদী-পরিবেশ-বন সুরক্ষায় বিপ্লব ঘটাতেই হবে। নদী দখল বন্ধের পাশাপাশি ব্যক্তিগত পুকুর ভরাট বন্ধ করতে হবে। অন্যান্য খাল, জলাশয় সবকিছু ভরাট করার আগে কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।
//এল//