সংগৃহীত ছবি
গবেষক এবং আদিবাসী রাজনৈতিক সংগঠক রেং ইয়ং ম্রো সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও মিথ্যা ছড়িয়ে হয়রানির নিন্দা জানিয়েছে ৬৬ বিশিষ্ট নাগরিক।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি আমাদের সহযোদ্ধা, গবেষক ও মানবাধিকার কর্মী এবং আদিবাসী নেতা রেং ইয়ং ম্রো সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে কতিপয় ফেইক অ্যাকাউন্ট থেকে গুজব ও মিথ্যা ছড়িয়ে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। নিপীড়িত জনগোষ্ঠী এবং আদিবাসীদের অধিকার ও দাবী দাওয়া নিয়ে রেং-এর দীর্ঘদিনের ন্যায্য ও যৌক্তিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতেই তার বিরূদ্ধে এই ষড়যন্ত্র বলে মনে করছি। আমরা এই অপচেষ্টার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সেই সঙ্গে আমরা নাগরিক সমাজের প্রতিনিধিগণ, রেং-এর সহযোদ্ধা হিসেবে তার সাথে আমাদের গভীর সংহতি প্রকাশ করছি।
বিবৃতি দিয়েছেন পাভেল পার্থ, লেখক ও গবেষক, শাশ্বতী মজুমদার, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নাসরীন সিরাজ, নৃবিজ্ঞানী, ফারজানা ওয়াহিদ সায়ান, সংগীত শিল্পী, পূরবী তালুকদার, নারী অধিকার কর্মী, উম্মে রায়হানা, কবি, ফারহা তানজীম তিতিল, সহযোগী অধ্যাপক, ইসলামী বিশ্ববিদ্যালয়, সায়দিয়া গুলরুখ, সাংবাদিক ও গবেষক, নাজনীন শিফা, সহযোগী অধ্যাপক, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, বাকী বিল্লাহ, লেখক ও রাজনৈতিক কর্মী, প্রত্যয়ী চাকমা, সাংবাদিক, মুহম্মদ আনোয়ার হোসেন, চলচ্চিত্রকার ও সমালোচক, নিশাত হোসেন, আলোকচিত্রী, অলিউর সান, লেখক ও শিক্ষক, হানা শামস আহমেদ, পিএইচডি ক্যান্ডিডেট, ইয়র্ক ইউনিভার্সিটি স্বপ্নীল চৌধুরী, গবেষক, সাহেলা আক্তার উমামা, ভিজ্যুয়াল আর্টিস্ট, ইসাবা শুহরাত, সংগঠক ও গবেষক, ফারিহা জান্নাত মিম, চলচ্চিত্রকার, সায়রাত সালেকিন, লেখক ও গবেষক, প্রাপ্তি তাপসী, সংগঠক ও শিক্ষার্থী, সৈয়দা নীলিমা দোলা, ফিল্মমেকার, রাইটার,
অধরা মাধুরী, গবেষক, রিয়াসাত সালেকিন ঋত্বিক, অভিনেতা, মেঘমল্লার বসু, সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ, মুনতাসীর অভি, শিক্ষার্থী ও আলোকচিত্রী, নাসিফ আমিন, লেখক ও চিত্রনাট্যকার, ফাইরুয সাদেক ফারিহা, শিক্ষার্থী এবং নাট্যকর্মী,
উসিংম্যা মার্মা, গবেষক, দীপ আল মাহমুদ, ভিজ্যুয়াল আর্টিস্ট, তাহজীব জামি, শিক্ষার্থী ও আলোকচিত্রী, আরশাদুল হক রকি, আলোকচিত্রী সাংবাদিক, ওহামা রাজ, চিত্রশিল্পী, আনহা এফ খান, অ্যাক্টিভিস্ট, সামিয়া রহমান প্রিমা, সাংবাদিক, আদনান আজিজ চৌধুরী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, রেহনুমা আহমেদ, লেখক,
আব্দুল্লাহ আল মামুন, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, মির্জা তাসলিমা সুলতানা, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাদাফ নূরে ইসলাম, নৃবিজ্ঞানী, নাসরিন খন্দকার, নৃবিজ্ঞানী ও গবেষক, সায়েমা খাতুন, যুক্তরাষ্ট্র-ভিত্তিক মুক্ত নৃবিজ্ঞানী,
বীথি ঘোষ, শিল্পী, শিক্ষক ও সংগঠক,
ড. মোশাহিদা সুলতানা, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়, কল্লোল মোস্তফা, লেখক, প্রকৌশলী, নিশাত তাসনিম, গবেষক,
আবদুল্লাহ মাহফুজ অভি, নির্মাতা,
মাহতাব উদ্দীন আহমেদ, গবেষক ও অ্যাক্টিভিস্ট, আল মাহমুদ তাহা, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়, ফারিহা তাসনিম, শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়,
শাহরিয়ার আবেদীন, শিক্ষার্থী, শাবিপ্রবি, মেহরাব সাদাত, শিক্ষার্থী, শাবিপ্রবি,
সংঘ মিত্রা দাস, শিক্ষার্থী, শাবিপ্রবি প্রমুখ।
//এল//