ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ০১ জানুয়ারি ২০২৫

English

জাতীয়

শুনতে পাচ্ছি শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত: মাহফুজ

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ১৯:৫৩, ২৯ ডিসেম্বর ২০২৪

শুনতে পাচ্ছি শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত: মাহফুজ

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, শুনতে পাচ্ছি শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না বলে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে।

 রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


মাহফুজ আলম বলেন, গত সরকার এক ধরনের নতজানু পররাষ্ট্রনীতি নিয়েছিল। তবে, রাষ্ট্রের জায়গা থেকে আমাদের বাস্তববাদী হতে হবে। সরকার বদলালে যাতে পররাষ্ট্রনীতি বদলাতে না হয়, বিষয়টি সামনে রেখে কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত আমরা নিতে পারি না। আমাদের জন্য সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, অখণ্ডতা সবচেয়ে গুরুত্বপূর্ণ।


তিনি আরও বলেন, আমরা সব সময় চেষ্টা করছি বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে। বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে আমরা সব রাজনৈতিক দল ও অংশীজনের ঐকমত্য চাই।

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, আমাদের শক্তি ও সক্ষমতা কীভাবে বাড়ানো যায় সেদিকে মনোযোগ দিতে চাই। কোন রাষ্ট্র কী করল, তার চেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সক্ষমতা বাড়ানো এবং দরকষাকষির শক্তি বাড়ানো। বাংলাদেশ সক্ষমতা বাড়াতে পারলে আন্তর্জাতিক পরিমণ্ডলে দর কষাকষির ক্ষমতা বাড়বে।


উল্লেখ্য, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠায় ঢাকা। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের চিঠির জন্য অপেক্ষা করবে বাংলাদেশ। জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

//এল//

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট: ২০২৫ সালের সম্ভাব্য চিত্র

চলতি মাসে শীত কেমন পড়বে, জানাল আবহাওয়া অফিস

পবিত্র শবে মেরাজ ২৭ জানুয়ারি 

তামাক কোম্পানির ছেলে ভোলানো গল্প ও বাস্তবতা

দুই অধিদপ্তরে নতুন মহাপরিচালক

২০০ ঘটনায় ৬ মানবাধিকার লঙ্ঘনের শিকার হাজার ৫৫ জুম্ম জনগণ

ডিএমপির ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

‘শেখ হাসিনাকে ফেরত না দিলেও দিল্লির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক থাকবে

যুক্তরাষ্ট্রে ভিড়ের মধ্যে উঠে গেল গাড়ি, প্রাণহানি ১০

দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এলো ডিসেম্বরে

প্রতিবেদনে সন্তুষ্ট সরকার, শতভাগ নিশ্চিত হতে নমুনা পরীক্ষা বিদেশে

সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ করতে দেব না: সেনাপ্রধান

বর্ষবরণের সময় ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

নতুন বছরে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ : নেয়া যেতে পারে যেসব পদক্ষেপ

পাঠ্যবই ছাপাটা এবার যুদ্ধের মতো, কবে সব দিতে পারবো জানি না