ঢাকা, বাংলাদেশ

বুধবার, পৌষ ১০ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪

English

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে পুড়লো পাঁচ শতাধিক ঘর, দুইজনের মরদেহ উদ্ধার

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ২০:২০, ২৪ ডিসেম্বর ২০২৪

রোহিঙ্গা ক্যাম্পে পুড়লো পাঁচ শতাধিক ঘর, দুইজনের মরদেহ উদ্ধার

ছবি সংগৃহীত

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনে পাঁচ শতাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট, পুলিশ, সেনাসদস্য ও স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন।   

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের উপ-পরিচালক মো. তানহারুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেল পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। 

তিনি আরও জানান, এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হলেও তাদের নাম-পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করা যায়নি।

এর আগে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর একটার দিকে জেলার উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় লম্বাশিয়া ১-ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে এ ঘটনা ঘটে।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি উল্লেখ করে মো. তানহারুল ইসলাম বলেন, স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে কারণ জানতে ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি পুলিশও কাজ করছে।

স্থানীয়দের বরাতে তিনি আরও বলেন, দুপুরে উখিয়ার লম্বাশিয়া ১-ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের একটি বসত ঘরে আকস্মিক আগুন লেগে যায়। এতে আগুন ক্যাম্পটির আশপাশের বসতঘরসহ অন্যান্য স্থাপনায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে। রোহিঙ্গা ক্যাম্প প্রশাসনসহ স্থানীয়দের খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। পরে সেখানে কক্সবাজার ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। 

ঘটনাস্থলে যাতে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।

ইউ

ইসলামী ব্যাংকের মেহেন্দিগঞ্জ উপশাখা উদ্বোধন

দেশে আসছে ভারত থেকে ২৪ হাজার টন চাল

এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান কারাগারে

বিমানবন্দরে হার্ট অ‍্যাটাকে প্রবাসী বাংলাদেশি ডাক্তারের মত্যু

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ৫ জানুয়ারি

বইমেলায় স্টলের জন্য আবেদন করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত

মোটর থেকে বৈদ্যুতিক তার খুলতে প্রাণ গেল যুবকের  

দেখে নিন চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি

কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

বৈষম্য দূর হলেই দেশ এগিয়ে যাবে: জামায়াতের আমিরের

শুধু নির্বাচনের জন্য মানুষ জীবন দেয়নি: আসিফ মাহমুদ

জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধানের পদত্যাগ দাবি

বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত: উপযুক্ত শাস্তির দাবি মহিলা পরিষদের

নোয়াখালীতে ১৩ বান্ডেল জাল ডলার ও টাকা জব্দ, গ্রেপ্তার ১

খালেদা জিয়ার বিদেশ যাওয়ার তারিখ চূড়ান্ত