ঢাকা, বাংলাদেশ

সোমবার, পৌষ ৭ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪

English

জাতীয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ দাবি

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ১৯:১৯, ২২ ডিসেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ দাবি

সংগৃহীত ছবি

রাষ্ট্রের নিরাপত্তা জোরদার করে একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা থেকে ৪ দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিটের ১২ প্রতিনিধি এ স্মারকলিপি জমা দেন।


স্মারকলিপিতে তারা বলেন, সাম্প্রতিক বিভিন্ন গুপ্ত-হত্যা ও হামলার ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে সারাদেশের ছাত্র সমাজ। অতীতে বেশকিছু ইস্যুতে রাষ্ট্রের দায়িত্বশীলদের নমনীয়তাকেই আজকের এহেন পরিণতির কারণ হিসেবে মনে করে বাংলাদেশের ছাত্র সমাজ। এমতাবস্থায় রাষ্ট্রের নিরাপত্তা জোরদার করে একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে নিম্নোক্ত ৪ দফা দাবি পেশ করা হলো-


১। একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে, যার দায়িত্ব হবে সংঘটিত হত্যাযজ্ঞের মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বা বিগত রেজিমের আওয়ামী ফ্যাসিস্টের দোসরদের কোনো যোগসূত্র আছে কিনা, তা বের করা। ৪৮ ঘণ্টার মধ্যে কমিটি গঠন করে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন প্রকাশ করতে হবে।


২। প্রতিটি থানায় কমপক্ষে ৫টি টহল গাড়ি ২৪/৭ টহলে থাকতে হবে, তারা ক্রাইম পেট্রোলিং করতে থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলার আশেপাশে বিশেষ নজরদারি রাখতে হবে।


৩। প্রতিটি ওয়ার্ড এলাকার গুরুত্বপূর্ণ সংযোগস্থলে কমপক্ষে ৪ সদস্য বিশিষ্ট নন-লিথ্যাল ওয়েপনধারী একটি প্লাটুন বা টিম নিযুক্ত করতে হবে, তারা ওই নির্দিষ্ট এলাকার পাহারার দায়িত্বে নিযুক্ত থাকবে। এদেরকে সরকারের পক্ষ থেকে ভাতা নিশ্চিত করতে হবে।


৪। বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরও এই জঙ্গি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট অনলাইনে ও ময়দানে সক্রিয় সব নেতা-কর্মী এবং তাদের সহযোগীদের নির্মূল করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি টাস্কফোর্স গঠন করতে হবে। এই টাস্কফোর্সের কার্যক্রমকে বেগবান করতে রাষ্ট্রের সব গোয়েন্দা সংস্থার তৎপর ভূমিকা পালন করতে হবে।


স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, এই দাবিগুলো ৪৮ ঘণ্টার মধ্যে মেনে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হচ্ছে।
 

//এল//

‘পরিবেশ রক্ষায় যৌথ অভিযান জোরদার করা হবে’

সচিবালয় থেকে যেসব সুবিধা পাবেন সাংবাদিকরা

সোমবার রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন

‘শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়ে কোনো তথ্য নেই’ 

ডিসেম্বরের ২১ দিনে এল ২০০ কোটি ডলার রেমিট্যান্স

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ দাবি

কবীর সুমন প্রকাশ্যে বান্ধবীকে চুমু খেতে চান 

গাজীপুরে বোতাম কারখানার আগুন নিয়ন্ত্রণে, প্রাণহানি ১

শাহবাগ ছাড়লেন ট্রেইনি চিকিৎসকরা, কর্মবিরতি চলবে

টেকসই কৃষি, মাটি ও খাদ্য সুরক্ষা নিশ্চিতের আহ্বান

বিচার পাওয়ার ক্ষেত্রেও ভুক্তভোগী প্রতিবন্ধী নারীরা বৈষম্যের শিকার

পানামা খাল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেয়ার হুমকি ট্রাম্পের

গাজীপুরে বোতাম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

ইসলামী ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সভা

বিভাগের দাবিতে উত্তাল নোয়াখালী