সংগৃহীত ছবি
উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, এ আন্দোলনে যারা আহত হয়েছে তাদের প্রত্যেককে সরকারের পক্ষ থেকে সকল চিকিৎসা নিশ্চিত করা হবে।
শুধু চিকিৎসাই নয়, চিকিৎসার পরে তাদের পুনর্বাসনে যা যা করা প্রয়োজন তা সরকার এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে করা হবে। ইতোমধ্যে সে উদ্যোগ নেয়া হয়েছে ।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ( নিটর হাসপাতাল) ভর্তিকৃত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে যান। তিনি প্রায় শতাধিক রোগীকে ঘুরে ঘুরে দেখেন, তাদের প্রত্যেকের কথা শুনেন এবং সমবেদনা জানিয়েছেন। তিনি আহতদের সুচিকিৎসার জন্য চিকিৎসকদের সার্বক্ষণিক মনিটরিং করারও নির্দেশ দেন।
তিনি বলেন, আহতদের পুনর্বাসনের প্রত্যেককে একটি করে ফরম দেয়া হচ্ছে । ফরমটি পূরণ করে সংশ্লিষ্টদের কাছে জমা দিলে প্রত্যেককে আলাদা আলাদা ভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানান।
//এল//