ছবি সংগৃহীত
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখার কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে রাখা ৩ ডাকাত আত্মসমর্পণ করেছেন বলে জানা গেছে।
ঘটনাস্থলে থাকা এক র্যাব কর্মকর্তা উপস্থিত সাংবাদিকদের জানান, ব্যাংকের ভেতর থেকে ৩ ডাকাতকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ব্যাংকের ভল্ট ভাঙতে পারেননি ডাকাতরা। জিম্মিরা সবাই অক্ষত রয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়েছে, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ঢুকে ১৫ লাখ টাকা দাবি করা ৩ ডাকাত ৩টি আগ্নেয়াস্ত্রসহ যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে।
এর আগে দুপুরে আগ্নেয়াস্ত্রসহ ডাকাতদল ব্যাংকে প্রবেশ করে। পরে তারা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের জিম্মি করেন। খবর পেয়ে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ব্যাংকটি ঘিরে রাখেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে ব্যাংকের ওই শাখায় ডাকাতদল প্রবেশ করে। এরপর ভবনের ভেতরে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ উপস্থিত সবাইকে সংঘবদ্ধ ডাকাতদল জিম্মি করে ফেলে।
ইউ