ঢাকা, বাংলাদেশ

বুধবার, অগ্রহায়ণ ১২ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪

English

জাতীয়

চট্টগ্রামে আইনজীবী হত্যা: যা বললেন হাসনাত আব্দুল্লাহ

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ২০:০৬, ২৬ নভেম্বর ২০২৪

চট্টগ্রামে আইনজীবী হত্যা: যা বললেন হাসনাত আব্দুল্লাহ

সংগৃহীত ছবি

সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশকে কারাগারে পাঠানোর সময় তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় সরকার পক্ষের এক আইনজীবী নিহতের বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।


সারা দেশের সব সাধারণ জনগণকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে হাসনাত বলেন, আপনারা ধৈর্য ধরুন, শান্ত থাকুন। নিজেরা আইন হাতে তুলে নিয়ে দয়া করে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবেন না। আমাদের বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। আমরা কোনোভাবেই আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে দেবো না। ৫ আগস্টের পর থেকেই একটি মহল উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আমাদের দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য ক্রমাগত চক্রান্ত করেই যাচ্ছে। দয়া করে নিজেরা নিজেরা কোন্দলে জড়িয়ে কুচক্রী এই মহলের হীন ষড়যন্ত্র বাস্তবায়নের পথ তৈরি করে দিয়েন না।
 

চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে তিনি বলেন, এই হত্যার বিচার নিশ্চিত করতে হবে। কোনো নির্দিষ্ট সংগঠন এ হত্যাকাণ্ডে জড়িত থাকলে সে সংগঠনের বিরুদ্ধেও ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আপনারা শান্ত থাকুন, সতর্ক থাকুন, ধৈর্য ধরুন।
 
সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশকে কারাগারে পাঠানোর সময় তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় সরকার পক্ষের আইনজীবী সাইফুল ইসলাম প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালতপাড়ায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন আইনজীবীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া আহত ছয়জন চমেকে চিকিৎসাধীন বলে জানান তিনি। মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

চমেক হাসপাতাল, পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, নিহত সাইফুল ইসলাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জালাল উদ্দিনের ছেলে। তিনি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, সাইফুলের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল।  
 
দুপুরে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে তাকে কারাগারে পাঠানো নিয়ে দেখা দেয় উত্তেজনা। প্রিজন ভ্যাট আটকে রাখা বিক্ষোভকারীদের সরাতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় চিন্ময়ের অনুসারীদের।

//এল//

আইনজীবী সাইফুল হত্যা, আটক ৩০

আইনজীবী সাইফুল হত্যার কঠোর শাস্তি হবে: উপদেষ্টা নাহিদ

ফের রিমান্ডে সাবেক মন্ত্রী আনিসুল-কামরুল

আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ

হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতির ঘোষণা দিলেন নেতানিয়াহু

একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ৯৯

চট্টগ্রামে আইনজীবী হত্যা: যা বললেন হাসনাত আব্দুল্লাহ

চিন্ময়ের জামিন না হলে স্বেচ্ছায় কারাবরণের হুঁশিয়ারি

চট্টগ্রাম আদালতে হামলা-ভাঙচুর, আইনজীবী নিহত

গণমাধ্যমে হামলা মেনে নেব না, অবশ্যই ব্যবস্থা নেব: তথ্য উপদেষ্টা

পরীক্ষামূলক ট্রেন চলল বঙ্গবন্ধু রেলওয়ে সেতুতে

রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিন্ময় দাস গ্রেপ্তার: আসিফ মাহমুদ

নিম্নচাপ পরিণত গভীর নিম্নচাপে

ভুয়া নামে ১২ কোটি টাকা ঋণ: এস আলমের বিরুদ্ধে মামলা

চিন্ময় দাস গ্রেফতারে প্রতিক্রিয়া জানাল ভারত