সংগৃহীত ছবি
ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
সারজিস বলেন, ‘সবাই মিলে কিভাবে সবাইকে দ্রুত সেবা দিতে পারি সেজন্য রোডম্যাপ করেছি। যারা এখনও তথ্য দিতে পারেননি, তাদের তথ্য নিচ্ছি। শহীদদের তালিকা বা তথ্য যাচাই করা আহতদের চেয়ে তুলনামূলক সহজ। ডকুমেন্ট না থাকায় অনেককে টাকা দিতে পারছি না।’
এ সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, বর্তমানে শহীদদের এককালীন পাঁচ লাখ ও আহতদের এক লাখ টাকা দেয়া হচ্ছে। তবে আহতদের চিকিৎসায় যদি ৩ লাখ টাকার বেশি খরচ হয়, সেটাও দেয়া হবে।
//এল//