ফাইল ছবি
১৬ ডিসেম্বর ঘিরে কোনো ধরনের নাশকতা বা নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বিজয় দিবস উপলক্ষ্যে সোমবার (১৮ নভেম্বর) সচিবালয়ে নিরাপত্তাবিষয়ক সভা শেষে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম বলেন, ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। এদিন যেন কোনো দুর্ঘটনা না ঘটে এবং দিবসটি ভালোভাবে পালন করতে পারি সেজন্যই আজকের এ সভা। বিজয় দিবসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো সমস্যা হবে না।
তিনি বলেন, বিজয় দিবসকে ঘিরে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। ১৬ ডিসেম্বর সবার জন্য। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শেখ হাসিনাকে যেভাবে দেশে ফেরানোর চেষ্টা চলছে, জানালেন চিফ প্রসিকিউটর
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ১৬ ডিসেম্বর যারা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন তাদের সুবিধার্থে রাস্তায় যানজট নিরসনে ট্রাফিক বাহিনী কাজ করবে।
তিনি বলেন, সব জায়গায় একই রঙের পতাকা উত্তোলন করা হবে। গুরুত্বপূর্ণ জায়গায় ভালোভাবে আলোকসজ্জা করা হবে।
ইউ