ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, পৌষ ১২ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪

English

জাতীয়

বিশেষ সহকারী থেকে এবার উপদেষ্টা পরিষদে মাহফুজ

প্রকাশিত: ১৮:৩৩, ১০ নভেম্বর ২০২৪; আপডেট: ১৮:৩৪, ১০ নভেম্বর ২০২৪

বিশেষ সহকারী থেকে এবার উপদেষ্টা পরিষদে মাহফুজ

সংগৃহীত ছবি

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে মাহফুজ আলম এবার উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন। রোববার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

মাহফুজ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ছিলেন। তার বাড়ি লক্ষ্মীপুর উপজেলার রামগঞ্জ উপজেলার ইসাপুর গ্রামে।

তার পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি। এছাড়া ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির তাত্ত্বিক নেতা হিসেবে ক্যাম্পাসে পরিচিত তিনি।  

মাহফুজ আলম গণতান্ত্রিক ছাত্রশক্তির তাত্ত্বিক নেতা হিসেবে ক্যাম্পাসে পরিচিত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্রশক্তির নেতারাই ছিলেন শুরু থেকে।  

এর আগে ২৮ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. মাহফুজ আলমকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে প্রজ্ঞাপনে বলা হয়েছিল, মাহফুজ আলমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তাকে সচিব পদমর্যাদায় বেতন, আনুষঙ্গিক সুবিধাসহ এই নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদ অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটা আগে ঘটে) তার এই নিয়োগ কার্যকর হবে।

এছাড়াও ২৪ অগাস্ট অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আবদুল হাফিজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক দায়িত্ব পালনে প্রধান উপদেষ্টাকে প্রয়োজনীয় সহায়তা করবেন। আবদুল হাফিজ উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর ইউনূসের নেতৃত্বে শপথ নেওয়া অন্তর্বর্তী সরকারে এ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনজন প্রতিনিধি যুক্ত হলেন।

উপদেষ্টা পরিষদে আছেন দুজন, যাদের মধ্যে নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন; আরেকজন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দায়িত্ব পেয়েছেন যুব, ক্রীড়া, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের।

//এল//

তিব্বতে চীনের মেগা বাঁধ: ভারত ও বাংলাদেশের জন্য অশনি সংকেত

পাঁচটি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে: আসিফ মাহমুদ

আগুনে পুড়ল ক্রীড়া মন্ত্রণালয়, যেখানে অফিস করবেন আসিফ মাহমুদ

কাকরাইলে তাবলিগী কার্যক্রমে সাদপন্থিদের বিরত থাকার নির্দেশ

আদিবাসীদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা ও ক্ষোভ 

সচিবালয়ে আগুনে পুড়েছে সাবেক কোন কোন মন্ত্রীর দপ্তর

বাংলাদেশ বিমানের দুবাইফেরত উড়োজাহাজ জব্দ

পূর্বাচলে হাসিনা পরিবারের একাধিক প্লট, দুদকের অনুসন্ধান শুরু

চাকরিচ্যুতদের আমরণ অনশন ভাঙালেন রেড ক্রিসেন্টের চেয়ারম্যান

বাংলা একাডেমি পরিচালিত সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৬ সাহিত্যিক

জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান: এইচআরএফবি

টাঙ্গাইলে ২৭ মামলার আসামিসহ ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

অবৈধ বিদেশি নাগরিকদের জন্য সময়সীমা বেঁধে দিলো সরকার

৬৩৪ কোটি টাকায় এক লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার

নরসিংদীতে ছাত্রদলকর্মীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন