ঢাকা, বাংলাদেশ

মঙ্গলবার, কার্তিক ১৩ ১৪৩১, ২৯ অক্টোবর ২০২৪

English

জাতীয়

সাত কলেজের শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি, সায়েন্সল্যাব অবরোধ

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৭, ২৯ অক্টোবর ২০২৪

সাত কলেজের শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি, সায়েন্সল্যাব অবরোধ

ছবি সংগৃহীত

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে দেয়া তিন দিনের আলটিমেটাম শেষে ব্লকেড কর্মসূচিতে নেমেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর সাড়ের ১২টা দিকে ঢাকা কলেজে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। ফলে ওই সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারী ও সাধারণ মানুষকে।

আন্দোলনরত শিক্ষার্থীরা ‘অধিভুক্তি নাকি মুক্তি, মুক্তি, মুক্তি’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য, মানি না, মানব না’, ‘আর নয় দাসত্ব, হতে চাই স্বতন্ত্র’, ‘ঢাবির জায়গায় ঢাবি থাক, সাত কলেজ মুক্তিপাক’, ‘নিপীড়ন নাকি অধিকার, অধিকার, অধিকার’, ‘প্রশাসনের প্রহসন, মানি না মানব না’সহ নানান ধরনের স্লোগান দিচ্ছেন।

অন্যদিকে সায়েন্সল্যাব ও আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থান নিতে দেখা গেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর থেকে সেশন জট, শিক্ষক সংকটসহ নানামুখী সমস্যায় বিঘ্ন ঘটছে তাদের পড়াশোনায়।

শিক্ষার্থীরা বলছেন, ২০১৭ সাল থেকে উন্নত শিক্ষার প্রতিশ্রুতি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় রাজধানীর সরকারি সাত কলেজকে। তবে সেই উন্নত শিক্ষার লক্ষ্যে নেয়া কোন পদক্ষেপই বাস্তবায়িত হয়নি। উল্টো শিক্ষক সংকট, সেশনজট পিছু ছাড়ছেনা তাদের।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে দাবি জানালেও বৈষম্য নির্মূলে কোন পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের তিন মূল দাবি হলো-
১) সাত কলেজ নিয়ে একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় করার অভিপ্রায়ে দ্রুত সময়ের মধ্যে একটি সংস্কার কমিটি গঠন করতে হবে।

২) সংস্কার কমিটি অনধিক ৩০ কার্যদিবসের মধ্যে সাত কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে সাত কলেজের সমন্বয়ে শুধু একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার রূপরেখা প্রণয়ন করবেন।

৩) সংস্কার কমিটি বর্তমান কাঠামো সচল রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন; যাতে করে নিয়মিত শিক্ষার্থীদের সেশন জটিলতার কোনও ধরনের পরিবেশ তৈরি না হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাতটি কলেজ হলো- সরকারি তিতুমীর কলেজ, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।

ইউ

নবাবগঞ্জে জামায়াতের আলোচনা সভা

ঢাকায় হচ্ছে জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয়

ওয়ালটনের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কর্মসূচি দিয়ে সায়েন্সল্যাব ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা

নির্বাচন কমিশন পুনর্গঠনে সার্চ কমিটি

হাতিয়ায় মেঘনা নদী ভাঙ্গনরোধে ব্যবস্থার দাবিতে মানববন্ধন

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ চেয়ে রিট প্রত্যাহার

নবাবগঞ্জ বিশ্ব হাতধায়া দিবস উপলক্ষে রচনা প্রতিযাগিতা

লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

ভাসানচরে পৌঁছেছেন নতুন পাঁচ শতাধিক রোহিঙ্গা

গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফ

পঞ্চদশ সংশোধনী বাতিলে ফখরুলের আবেদন গ্রহণ

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যানসহ দুই কমিশনার

সাত কলেজের শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি, সায়েন্সল্যাব অবরোধ

৮৫ দিনে ৩ শতাধিক ব্যাংক অ্যাকাউন্ট জব্দ