অনুবাদক অহন মুহিত ও লেখক অপলা হায়দার,সংগৃহীত ছবি
এবারের একুশে বইমেলায় অপলা হায়দারের লেখা এবং ৯ বছর বয়সী অহন মুহিতের অনুবাদে শিশুতোষ বই‘রেড জুট ব্যাগ’ জাগৃতি প্রকাশনি থেকে প্রকাশিত হয়েছে। সমাজের পরিস্কার পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতার উপর শিশুতোষ বই এটি। মাত্র ৯ বছর বয়সে ছোট্ট অহন ‘রেড জুট ব্যাগ’বই অনুবাদ করে সাড়া ফেলে দিয়েছেন।
আমেরিকা প্রবাসী অহন মুহিত । জন্ম ১১জানুয়ারী ২০১৪। ছোটবেলা থেকে অহন চুপচাপ আর লক্ষ্মী ধরনের একটি ছেলে। বাবা-মা যখন যা বলে সে সবসময় তা করার চেষ্টা করে। এই অল্প বয়সে ছোটবোনের প্রতি অনেক কেয়ারিং সে।
অহনের প্রিয় টিভি দেখা আর তাইকুন্দ করা। যেহেতু আমেরিকায়ে বড় হচ্ছে তাই সে বাংলা পড়তে পারে না। ফলে তার মা তাকে বই পড়ে শোনায়। একদিন অহন তার লেখক মা অপলা হায়দারের লেখা একটি বাচ্চাদের বই অনুবাদ করতে চাইলো। ফলে মা বইটি পড়ে শোনাল আর অহন তা ইংরেজিতে অনুবাদ করল। মাত্র নয় বছর বয়সে Red Jute Bag বইটি অনুবাদ করেছে সে। বইটি যখন প্রকাশিত হয়েছে তখন ওর বয়স দশ।
অহনের মা লেখক অপলা হায়দার বলেন, “যেহেতু অহনের বাংলার দক্ষতা কম কোন কোন সময় এক লাইন অনেকবার পড়তে হয়েছে। তবে এত ছোট বাচ্চা এত মন দিয়ে পুরোটা বই শেষ করেছে তা আমাকে মুগ্ধ করে। ওর জন্য সবাই দোয়া করবেন।”
বইটির মূল্য ২০০টাকা। এটি অপলা হায়দারের লেখা ২০ তম আর প্রথম অনুবাদিত বই।
//এল//