ঢাকা, বাংলাদেশ

বৃহস্পতিবার, অগ্রহায়ণ ৬ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪

English

সাহিত্য

প্রেম,বাস্তব বিষয় আর নারীদের নিয়ে লিখতে পছন্দ করি: কবিতা 

শেখ লাভলী হক লাবণ্য:

প্রকাশিত: ২২:২৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৪; আপডেট: ২১:৫৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

প্রেম,বাস্তব বিষয় আর নারীদের নিয়ে লিখতে পছন্দ করি: কবিতা 

তানজীনা ফেরদৌস কবিতা, ছবি

তানজীনা ফেরদৌস কবিতা জন্মেছেন যশোর জেলার চাঁচড়া ইউনিয়নের তপসিডাঙা গ্রামে। বাবা মো. মোফাজ্জেল হোসেন স্থানীয় একটি কলেজের সহকারী অধ্যাপক এবং মা ফাতেমা হোসেন  গৃহিণী। লেখাপড়া করেছেন যশোরের সরকারি উচ্চ বালিকা বিদ্যালয, ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে। বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে আইনে অনার্সসহ স্নাতকোত্তর। বর্তমানে ঢাকা জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত। 

তানজীনা ফেরদৌস কবিতা ছড়া দিয়ে লেখালেখি শুরু করেন। ছোটবেলায় ‘অংক’ ভয় পেতেন খুব। যখন তৃতীয় শ্রেণিতে পড়তেন- অংক পরীক্ষার দিন সকালে ‘অংক’ নামে প্রথম ছড়া লিখলেন। এভাবেই লেখালেখির সঙ্গে জড়িয়ে পড়েন। তারপর একসময় লিখতে থাকেন কবিতা। বিভিন্ন সময়ে তাঁর লেখা কবিতা ছাপা হয়েছে অনলাইন নিউজ পোর্টালসহ জাতীয় দৈনিক পত্রিকায়। 
তার প্রথম কাব্যগ্রন্থ ‘ঝগড়ার বয়স বাড়ুক’ -আত্ম পরিভ্রমণের অনন্য উপলদ্ধি নিয়ে রচিত। এবারের বইমেলায় তানজীনা ফেরদৌস কবিতার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘প্রেমের হুলিয়া জারি হোক তোমার নামে’ বইটি প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ প্যাভিলিয়ন -১১ ।


এবারের একুশে বইমেলায় কবি তানজীনা ফেরদৌস কবিতার নতুন প্রকাশিত  কাব্যগ্রন্থ এবং তাঁর সাহিত্য ভাবনা নিয়ে কথা হয়েছে জাতীয় অনলাইন পত্রিকা ‘উইমেনআই২৪ডটকম’ এর সঙ্গে। তার কবিতা, কবি ভাবনা প্রভৃতি নিয়ে কথা বলেছেন তিনি। পাঠকদের জন্য তারই কিছু অংশবিশেষ তুলে ধরা হলো।

সাক্ষাতকার নিয়েছেন- শেখ লাভলী হক লাবণ্য

উইমেনআই২৪ডটকম: আপনার লেখালেখির শুরুটা কবে থেকে? 

তানজীনা ফেরদৌস কবিতা:লেখালেখির শুরু টা ছোটবেলা থেকেই। 

উইমেনআই২৪ডটকম: এবারের বইমেলায় আপনার কোন বই প্রকাশিত হচ্ছে? এ পর্যন্ত আপনার কতগুলো বই প্রকাশিত হয়েছে কি কি এবং কোন প্রকাশনীতে বের হয়েছে? 

তানজীনা ফেরদৌস কবিতা: এবারের বই মেলায় আমার  "প্রেমের হুলিয়া জারি হোক তোমার নামে " কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। ইত্যাদি গ্রন্থ প্যভিলিয়ন ১১ থেকে। এই পর্যন্ত আমার দুইটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে প্রথম কাব্যগ্রন্থ ছিল "ঝগড়ার বয়স বাড়ুক " প্রকাশিত হয়েছিল যুক্ত থেকে।

 
উইমেনআই২৪ডটকম: আপনার লেখা কোন বইটি আপনার কাছে শ্রেষ্ঠ লেখা বলে মনে হয়? 

তানজীনা ফেরদৌস কবিতা: আমার লেখা সব সবকয়টি বই ই শ্রেষ্ঠ তবে প্রথম বইয়ের উপরে সবার ই একটা দূর্বলতা থাকে। 

 
উইমেনআই২৪ডটকম:  আপনার কবিতায় কোন কবির প্রভাব পড়ে বলে কী আপনার মনে হয়? মানে আপনি কার কবিতা দ্বারা প্রভাবিত হন? 

তানজীনা ফেরদৌস কবিতা: আমি কবি জীবনানন্দের কবিতা ভালোবাসি।  জীবনানন্দের কবিতা দ্বারা প্রভাবিত হই।

উইমেনআই২৪ডটকম:  কার অনুপ্রেরণায় আপনার লেখালেখিতে আসা? 
তানজীনা ফেরদৌস কবিতা:  আমার লেখালেখির প্রেরণা আমার বাবা, ছোট বেলা দেখতাম বাবা লিখতেন  বাবার কিছু অপ্রকাশিত উপন্যাস "যখন যেমন তখন তেমন, অভাবে স্বভাব নষ্ট। 

 উইমেনআই২৪ডটকম: লেখালেখি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাচ্ছি? পাঠকরা আপনার কাছে কবিতা ছাড়া অন্য কোন লেখা পাবেন কি? 

তানজীনা ফেরদৌস কবিতা:  লিখে যেতে চাই যখন যেটা মনে চাই, শুধু কবিতাই লিখি না গল্প উপন্যাস ও লিখি। নিশ্চয় আগামী বইমেলা কবিতার সাথে গল্প বা উপন্যাস নিয়ে আসার ইচ্ছে আছে।

উইমেনআই২৪ডটকম: আপনি কোন ধরনের বিষয় নিয়ে লিখতে স্বাচ্ছন্দ বোধ করেন? 

তানজীনা ফেরদৌস কবিতা: প্রেম, বাস্তবভিত্তিক বিষয় আর নারীদের নিয়ে লিখতে পছন্দ করি। 

উইমেনআই২৪ডটকম: আপনার লেখা কোন শ্রেণীর পাঠকদের বেশি টানে বলে মনে হয়? 
 তানজীনা ফেরদৌস কবিতা:
আমার মনে হয় আমার লেখা তরুণ পাঠকদের বেশী টানে।

উইমেনআই২৪ডটকম:একজন লেখক তো লেখকই  আলাদা কিছু নয়।তবু একজন নারী লেখক হিসেবে কোন বিরম্বনা, সুবিধা, বৈষম্য, বা কোন সমস্যার মুখোমুখি হতে হয়েছে কি কখনো?  

তানজীনা ফেরদৌস কবিতা: না এখনও অবধি কোন বিড়ম্বনায় পড়তে হয়নি।

উইমেনআই২৪ডটকম:আসলে কোন তাগিদ থেকে আপনি লেখালেখি করেন?
 তানজীনা ফেরদৌস কবিতা: লিখি তো মনের খোরাক থেকে অন্য কোন তাগিদ থেকে না।

উইমেনআই২৪ডটকম: ডিজিটাল যুগের তরুণদের বিষয়ে একটি অভিযোগ রয়েছে যে,  তারা তেমন একটা বই পড়ে না। একজন তরুণ লেখক হিসেবে আপনার কী মনে হয়? এই প্রজন্ম এত বই বিমূখ কেন? সেটা কি লেখকদের কোন ব্যর্থতা?

তানজীনা ফেরদৌস কবিতা:   আসলে আমরা এতো বেশি ভার্চুয়াল জগতে বিচরণ করি যে বই পড়ার অভ্যাস টা কমে গেছে,  আমাদের বাবা মায়েদের সময় ইন্টারনেট ফেসবুক ছিল না তারা বই পড়তেন। এখন আমরা ইন্টারনেট নির্ভর এজন্যই এতো বিমূখতা।


উইমেনআই২৪ডটকম: ডিজিটাল যুগের তরুণ প্রজন্মকে বইমূখী করতে কী করণীয়? এক্ষেত্রে লেখকদের কোন ভূমিকা বা দায়বদ্ধতা রয়েছে কী?

তানজীনা ফেরদৌস কবিতা: নিশ্চয়  আমাদের সকলের উচিত শিশুদের হাতে বই তুলে দেওয়া এবং ছোট থেকে তাদের বই পড়ার অভ্যাস গড়ে তোলা।
আর লেখকদের উচিত  সময় উপযোগী মানসম্মত বই লেখা যা দ্বারা তরুণ প্রজন্ম তথা সকলে উপকৃত হয়।

উইমেনআই২৪ডটকম: আমাদের সময় দেয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। 

তানজীনা ফেরদৌস কবিতা:  উইমেনআই২৪ডটকম কেও  অনেক ধন্যবাদ।
 

//এল//

সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার

২০২৬ সালের মাঝামাঝি নির্বাচন হতে পারে: উপদেষ্টা সাখাওয়াত

শেখ হাসিনার পক্ষে আদালতে দাঁড়াতে চান জেড আই খান পান্না

চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক নিয়োগ পেলেন টবি ক্যাডমান

কাল্পনিক চরিত্রের সঙ্গে ৬ বছরের সংসার যুবকের!

ইসরায়েলকে রক্ষায় জাতিসংঘে ৪৯ বার ভেটো যুক্তরাষ্ট্রের!

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে

রাজধানীতে আজও অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

এবার ভাইরাল কলার শিল্পকর্ম বিক্রি হলো ৬২ লাখ ডলারে

সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবসের কর্মসূচি শুরু

ইসলামী ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সভা

‘খাল বাঁচলেই বাঁচবে নগর’ শীর্ষক স্কুলভিত্তিক সচেতনতামূলক কর্মসূচি

নতুন আইজিপি বাহারুল, ডিএমপি কমিশনার সাজ্জাদ