
ছবি সংগৃহীত
প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ র অমর একুশে বইমেলায় এসেছে মোহাইমিন পাটোয়ারীর শোষণ মুক্তির অর্থনীতি, লোপামুদ্রা রহমানের আবিদ আজাদের সাহিত্য ‘বিষয়বৈভব ও শিল্পকৃতি’। ডি সাইফের ম্যানিকুইন, মেসবাহ কামালের পৃথিবী বিশেষণহীন একদিন, মুম রহমানের পাঁচজন ফজলু।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ অমর একুশে বইমেলা ২০২৫ এই বইগুলো প্রকাশ করেছে।
শোষণ মুক্তির অর্থনীতি বইতে লেখক বলেছেন, গল্পের ভাষায় কি অর্থনীতি শেখা যায়? অবশ্যই যায়। ধরুন, আপনার সন্তান আপনাকে প্রশ্ন করলো, “বাবা, মাথাপিছু জিডিপি কী?” উত্তরে আপনি বলবেন, ‘আমি কৃষি কাজ করি, তুমি হাঁস মুরগি পালো, আর তোমার মা গরু পালে।’ আমাদের তিন জন মিলে বছরে মোট ৪০ হাজার টাকা আয় করি। এই চল্লিশ হাজার টাকা হচ্ছে আমাদের সংসারের জিডিপি। এখন তোমার ছোট বোন সহ আমরা যেহেতু মোট চার জন, টাকাগুলো চার ভাগে ভাগ করলে আমাদের মাথাপিছু জিডিপি হবে দশ হাজার টাকা। এবার চিন্তা কর, সারা দেশের মানুষ কত কিছু তৈরি করে এক বছরে! ধরি সব মিলিয়ে সেইটার দাম এই পুকুরের সমান টাকা। এখন টাকাগুলো যদি সব মানুষকে সমান ভাগে দেওয়া হয় তাহলে একজন যত টাকা পাবে সেটাই হচ্ছে দেশে মাথাপিছু জিডিপি।
এমনই গল্পে গল্পে ব্যাখ্যা করা হয়েছে শোষণ মুক্তির অর্থনীতির বইটি। নানা জাতির উত্থান-পতনের রহস্য এবং বর্তমান বিশ্বের কাঠামোগুলো বিশ্লেষণ করে গল্পের মতন সরল ভাষায় ছবির মতন বাস্তব ফুটিয়ে তোলা হয়েছে এই বইটি যা আপনার চিন্তাকে নাড়া দিবে এবং পরিচয় করাবে এক নতুন জগতের সাথে।
আবিদ আজাদের সাহিত্যের বিষয়-বৈচিত্র্য ও প্রকরণ-কৌশলের নানা বিশ্লেষণের পাশাপাশি তাঁর মানসগঠনের পরিপ্রেক্ষিত বিশ্লেষণ করার প্রয়াস চালানো হয়েছে। সময় ও সমাজসচেতন কবি আবিদ আজাদ যেভাবে নির্মোহ ও নিরপেক্ষ দৃষ্টিতে ব্যক্তি ও সমাজের বিচিত্র-রূপ অঙ্কন করেছেন তার স্বরূপ উন্মোচন করার চেষ্টা করা হয়েছে।
শহরের প্রাণকেন্দ্রে ব্লেড দিয়ে কেটে কেটে পিঠে 'বিশ্বাসঘাতক' লেখা একটি লাশ ঝুলিয়ে রাখা হয়েছে দর্শনীয় বস্তু রূপে। লাশটা দেখতে বড় বীভৎস লাগছে। রেভন গুলিটা করেছিল কপালের ঠিক মাঝ বরাবর। রক্তে সিক্ত হয়েছে গোটা দেহই।
ইউ