ঢাকা, বাংলাদেশ

বৃহস্পতিবার, , ০৬ ফেব্রুয়ারি ২০২৫

English

সাহিত্য

অমর একুশে বইমেলায় নতুন বই ৯৮টি

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত: ২০:২৬, ৫ ফেব্রুয়ারি ২০২৫

অমর একুশে বইমেলায় নতুন বই ৯৮টি

ফাইল ছবি

অমর একুশে বইমেলায় ৯৮টি নতুন বই প্রকাশিত হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলা ২০২৫—এর ৫ম দিনে বাংলা একাডেমি এ তথ্য জানিয়েছে।

 মেলা শুরু হয় বিকেল ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘হোসেনউদ্দীন হোসেন : প্রান্তবাসী বিরল সাহিত্য—সাধক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন আহমেদ মাওলা। আলোচনায় অংশগ্রহণ করেন আবুল ফজল। সভাপতিত্ব করেন শহীদ ইকবাল। 

প্রাবন্ধিক বলেন, গভীর জীবনবোধ, ইতিহাস—চেতনা এবং প্রাগ্রসর চিন্তাশক্তি হোসেনউদ্দীন হোসেনকে সৃষ্টিশীল ও বিরল সাহিত্য—ব্যক্তিত্বে পরিণত করেছে। কৃষক পরিবারের সন্তান হিসেবে তিনি নিজেকে কৃষক পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করতেন। হোসেনউদ্দীন হোসেনের কর্মজীবন যেমন বৈচিত্র্যময়, লেখালেখির ক্ষেত্রেও ছিলেন বহুমুখী। কবিতা, গল্প, উপন্যাস, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, জীবনীমূলক রচনা ইত্যাদি বিষয়ে স্বতন্ত্র চিন্তার মৌলিকগ্রন্থ রয়েছে তাঁর। গভীর জীবনবোধ ও বাস্তবতার বিনির্মাণ, রূপক তৈরির কুশলতা তাঁকে কালোত্তীর্ণ শিল্পীর মর্যাদায় অভিষিক্ত করেছে। তিনি ইতিহাসের দায়বদ্ধতা থেকে নিবিড় পর্যবেক্ষকের দৃষ্টিতে বাংলার সংগ্রামী চেতনাকে দেখেছেন। 

আলোচক বলেন, হোসেনউদ্দীন হোসেন মানুষ হিসেবে ছিলেন অত্যন্ত সাধারণ। বিস্তৃত পঠন—পাঠন ও জ্ঞানের গভীরতা তাঁর লেখালেখির জগৎকে সমৃদ্ধ করেছে। চিন্তার গভীরতায় ও জ্ঞানের পরিশীলনে তিনি ছিলেন মৌলিক। সাহিত্যচর্চার পাশাপাশি সাহিত্যের নানাবিধ বিষয় নিয়ে যেমন তিনি তাঁর গভীর প্রজ্ঞার আলো ছড়িয়েছেন, তেমনি এদেশের ইতিহাস— ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়েও তাঁর নিবিড় পর্যবেক্ষণ তুলে ধরেছেন। 

সভাপতির বক্তব্যে শহীদ ইকবাল বলেন, হোসেনউদ্দীন হোসেন ছিলেন একজন সহজাত লেখক। কবিতা দিয়ে সাহিত্যজীবন শুরু করলেও গদ্যের জগতে নিজ প্রতিভার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন তিনি। তাঁর লেখায় বুদ্ধিবৃত্তি ও মননশীলতার ছাপ স্পষ্ট। লেখক হতে গেলে যে সততা, নিবিষ্টতা ও একাগ্রতা দরকার, তিনি আজীবন তার চর্চা করে গেছেন। 

লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন- কবি রেজাউদ্দিন স্টালিন এবং কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক শিবলী আজাদ। 

সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি আতাহার খান এবং আলমগীর হুছাইন। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী রানা আহমেদ এবং কাজী সামিউল আজিজ। সংগীত পরিবেশন করেন শিল্পী বুলবুল ইসলাম, মো. আরিফুর রহমান, তাপসী রায়, পাপড়ি বড়ুয়া, ফারাহ হাসান মৌটুসী, মো. হারুনুর রশিদ, কামাল আহমেদ এবং নুসরাত বিনতে নূর। যন্ত্রাণুষঙ্গে ছিলেন রবীন্দ্রনাথ পাল (তবলা), মো. রিফাত হোসেন (কী—বোর্ড), অসিত বিশ্বাস (এসরাজ)  এবং মো. হাসান আলী (বাঁশি)।ও

ইউ

স্বর্ণের দামে ফের রেকর্ড, বৃহস্পতিবার থেকে কার্যকর

এবার ধানমন্ডি ৩২-এ আগুন দিলো ছাত্র-জনতা

অমর একুশে বইমেলায় নতুন বই ৯৮টি

মেয়েদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে দ্রুত কার্যকরী পদক্ষেপের আহ্বান

যেসব উপায়ে দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্রতা পরিত্রাণ সম্ভব

এক্সচেঞ্জ অফারে যেকোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে ২৫% ছাড়ে ওয়ালট

ইটভাটা ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযানে ১.২৩ কোটি টাকা জরিমানা

প্লাস্টিক নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন রিজওয়ানা

নোয়াখালীতে থানার গোলঘরে মারামারি, আটক ৬

কামরুল ইসলামের ১৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

নতুন রাজনৈতিক দল গঠনে জনমত জরিপের ঘোষণা

ইউএস-বাংলা ঢাকা ট্রাভেল মার্টে ফার্স্টট্রিপের বিটুসি পরিষেবা মেলা

শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় সব আসামি খালাস 

আখেরি মোনাজাতে শেষ হলো প্রথম পর্বের বিশ্ব ইজতেমা

গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা জাতিগত নিধনের সামিল: জাতিসংঘ