ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, , ২৮ মার্চ ২০২৫

English

সাহিত্য

তৃণমূলের মানুষের অজেয় উত্থান প্রত্যাশী

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ২০:১৬, ২১ জানুয়ারি ২০২৫

তৃণমূলের মানুষের অজেয় উত্থান প্রত্যাশী

সংগৃহীত ছবি

বাংলা সাহিত্যে মধুসূদনের অবদান মৌলিক এবং ঐতিহাসিক। তিনি প্রথাসিদ্ধ বাংলা কাব্যে নতুন ভোর এনেছেন, বাংলা নাটক সৃদ্ধ হয়েছে তাঁর জাদুকরী হাতের ছোঁয়ায়। মধুসূদন নারীমুক্তির যেমন অন্যতম দিশারী তেমনি তৃণমূলের মানুষের অজেয় উত্থান প্রত্যাশী কবি—বিপ্লবী। 

 সোমবার বিকেল ৪টায় বাংলা  একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে কবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সেমিনারে বিশিষ্টজনেরা একথা বলেন । 
স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির সচিব মোহাঃ নায়েব আলী। বাংলাদেশের মধুসূদন : পাঠ ও পরিগ্রহণের রূপরেখা শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সুমন সাজ্জাদ। আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী এবং কবি ও গবেষক ফয়েজ আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির সহপরিচালক (চলতি দায়িত্ব) ড. মাহবুবা রহমান।
মোহাঃ নায়েব আলী বলেন, মাইকেল মধুসূদন দত্ত তাঁর কবিতাচর্চায় বাংলা কবিতার নতুন দিগন্ত—উন্মোচন করেছেন। কবিতার মতো তাঁর জীবনও ছিল নতুনতার অভিলাষী। জীবনে ও সাহিত্য প্রথাগত সীমানা সবলভাবে ভেঙেছেন। 
অধ্যাপক সুমন সাজ্জাদ বলেন, প্রশ্ন থেকে যায়, বাংলাদেশ কেন মধুসূদনকে মনে রাখবে? শিল্পজনোচিত কারণে নিশ্চয়ই তাঁকে মনে রাখতে হবে। যা ছিলো না, তা—ই তিনি সৃষ্টি করেছেন অপূর্ব বস্তুনির্মাণ সক্ষম প্রজ্ঞায়; শুধু পূর্ববঙ্গ বা বাংলাদেশ নয়, বাংলাভাষী মানুষের চিন্তা ও সৃজনশীলতার ইতিহাসে মাইকেলের অভিনবত্বকে স্বীকার করে নিয়েই তবে সাহিত্যিক ইতিহাসের পথ—পরিক্রমায় হাঁটতে হবে। সাহিত্য ও সাংস্কৃতিক রাজনীতির তুমুল সংঘাতের উত্তাল সময়পর্বে তাঁর জন্ম ও বিকাশ। ঔপনিবেশিক ও উপনিবেশিতের দ্বন্দ্ব ও মিলনের অসমাপ্ত আখ্যানে মধুসূদনের প্রাসঙ্গিকতা তাই ফুরায় না। প্রতিরোধের মঞ্চে জাতীয় ইতিহাস ও আত্মপরিচয়ের প্রত্ন—প্রতীক হিসাবে তাঁকে সসম্মান স্বাগত জানাতেই হয়। দুইশো বছর পর যাঁকে স্মরণ করা হয়, তিনিই তো প্রশ্নতীতভাবে অমর।
 মধুসূদন লিখেছেন, ‘সেই ধন্য নরকুলে, লোকে যারে নাহি ভুলে; অমরত্বের আকাঙ্ক্ষা তাঁর পূরণ হয়েছে।" আমাদের প্রার্থনা, বাংলাদেশের মনোজনিবাসে মধুসূদনের অধিষ্ঠান চিরায়ত হোক।
আলোচকদ্বয় বলেন, মাইকেল মধুসূদন দত্ত তাঁর জন্মের দ্বিশতবর্ষ পেরিয়ে এখনও প্রাসঙ্গিক ও জরুরি। তিনি ঔপনিবেশিক সময় ও সমাজের অভিজ্ঞতার ভেতরে বাস করে জাতীয়তাবাদী মুক্তির রূপকল্প যেমন আবিষ্কার করেছেন তেমনি দেশকালের গণ্ডি অতিক্রম করে সর্বমানবিক পৃথিবীর স্বপ্নও দেখেছেন। 

অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, মাইকেল মধুসূদন দত্তকে তাঁর অতুলনীয় প্রতিভা ও সৃষ্টি দিয়ে বিচারের সঙ্গে সঙ্গে তাঁর যাপিত সময় ও সমাজকেও মাথায় রাখতে হবে। মধুসূদনকে নিয়ে তৈরি মিথ তাঁকে বুঝতে সহায়ক নয় বরং ভুল ব্যাখ্যার সুযোগ তৈরি করে। কবিতায় নানামাত্রিক কাজ মধুসূদনে কেবল রূপরীতির নীরিক্ষা নয় বরং বিষয়—নির্বাচনেও সাহসের স্বাক্ষর। নাটক ও রসরচনার ক্ষেত্রেও তা সমান সত্য। তিনি বলেন, জন্মের দ্বিশতবর্ষ পেরিয়ে মধুসূদন—পাঠের নতুন নতুন পরিসর তৈরি হচ্ছে এবং আরও হবে। বাংলাদেশে মধুসূদন—চর্চার বিষয়কেও এই প্রেক্ষাপটে বিবেচনায় রাখা জরুরি। 

//এল//

২০২৬ বিশ্বকাপে মেসি খেলবেন কী-না, সেটা তার সিদ্ধান্ত: কোচ স্কালোনি

ফেব্রুয়ারির বেতন দেয়নি ১২২ পোশাক কারখানা, ঈদ বোনাস নেই ৭২৩টিতে

রেমিট্যান্সে ইতিহাস: মার্চে এসেছে ৩ বিলিয়ন ডলার

বাংলাদেশ অনেক এগিয়ে গেছে: বান কি মুন

অন্যান্য দেশে রপ্তানির জন্য বাংলাদেশকে প্ল্যাটফর্ম হিসেবে চায় চীন

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা আদালতের

সন্‌জীদা খাতুনের মৃত্যুতে শারমীন এস মুরশিদের শোক

আন্তঃসীমান্ত বায়ুদূষণ মোকাবিলায়  আঞ্চলিক পদক্ষেপ গ্রহণের আহ্বান

ধানমন্ডিতে র‍্যাব-ম্যাজিস্ট্রেট-ছাত্র পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ৪

পবিত্র লাইলাতুল কদর আজ

জনগণের আস্থা ফেরাতে সংস্কার করা হচ্ছে: প্রধান উপদেষ্টা

পবিত্র শবে কদর বৃহস্পতিবার

‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন ফেডারেল সংস্থার

মুক্তিযোদ্ধার তালিকা থেকে নাম বাদ দিতে ১২ ব্যক্তির আবেদন

শহীদ মিনার থেকে হাসপাতালের হিমঘরে সনজীদা খাতুন