সংগৃহীত ছবি
আগামী ২৮ ডিসেম্বর একাডেমির সাধারণ পরিষদের ৪৭তম বার্ষিক সভায় এ পুরস্কার আনুষ্ঠানিকভাব প্রদান করা হবে।
বৃহস্পতিবার জনসংযাগ উপবিভাগের উপপরিচালক নার্গিস সানজিদা সুলতানা লিখিতভাবে এ তথ্য নিশ্চিত করেছে।
‘সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০২৪’-এ পাবেন সদ্যপ্রয়াত অনুবাদক ও গবেষক মোহাম্মদ হারুন-উর-রশিদ।
সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার ২০২৪
পাবেন প্রাবন্ধিক-গবেষক ড. ওয়াকিল আহমদ।
কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার ২০২৪
পাবেন শিশুসাহিত্যিক আবু সালেহ।
অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার ২০২৪ পাবেন নাট্যজন নায়লা আজাদ।
আবু রুশদ সাহিত্য পুরস্কার ২০২৪
পাবেন কথাসাহিত্যিক নাসিমা আনিস।
রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৪
পাবেন কথাসাহিত্যিক সুশান্ত মজুমদার (সামগ্রিক অবদানের জন্য)।
এছাড়া অনূর্ধ ৪৯ বছর বয়সী লখকদর মধ্য ২০২৩ সাল প্রকাশিত ‘রাইমঙ্গল’ উপন্যাসর জন্য ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৪’- পাবেন কথাসাহিত্যিক সুমন মজুমদার।
প্রত্যেকে এক লক্ষ টাকা করে পুরস্কার পাবেন।
//এল//