সংগৃহীত ছবি
প্রকাশনা সংস্থা 'ঐতিহ্য' দীর্ঘদিন ধরে পাঠকদের মাঝে বই পড়ার অভ্যাস গড়তে এবং সাহিত্যের চর্চাকে উৎসাহিত করতে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে। গল্প লেখা, বই আলোচনা, ফটো কনটেস্ট, অডিও ভিজ্যুয়াল রিভিউ ইত্যাদি প্রতিযোগিতা সেই কার্যক্রমেরই অংশ। তারই ধারাবাহিকতায় ঐতিহ্য তার পাঠকদের জন্য নতুন এক উদ্যোগ ঘোষণা করেছে—‘বিনামূল্যে বই নিন : বই পড়ে ফেরত দিন’ যা বই পড়ার অভিজ্ঞতা আরও সহজ এবং সাশ্রয়ী করে তুলতে সাহায্য করবে।
সোমবার এক বিজ্ঞপ্তিতে ঐতিহ্য এ তথ্য নিশ্চিত করেছে।
এছাড়াও এও বলা হয়েছে, 'ঐতিহ্য রিডার্স ক্লাব' এর মাধ্যমে নতুন এক উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে সদস্যরা ঐতিহ্য এর প্রকাশিত ১৯০০+ বইয়ের মধ্যে থেকে কোনো একটি বই পছন্দ করে বিনামূল্যে পেতে পারবেন। বইটি পড়ার পর তারা চাইলে অন্য একটি বই নিতে পারবেন এবং আগের বইটি ফেরত দেওয়ার জন্য ঐতিহ্য নিজের খরচে কুরিয়ার ব্যবস্থা করবে।
এই উদ্যোগের অন্যতম বিশেষত্ব হলো, কোনো কুরিয়ার চার্জ পাঠকদের থেকে নেওয়া হবে না। ঐতিহ্য তাদের খরচে বই পাঠাবে এবং ফেরত নেওয়ার জন্যও কুরিয়ার চার্জ বিকাশের মাধ্যমে ফেরত পাঠানো হবে। তবে বইয়ের প্রতি যত্নবান হতে পাঠকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে বইয়ের কোনো ক্ষতি না হয়।
বই নেওয়ার শর্তাবলিও রয়েছে। ঐতিহ্য রিডার্স ক্লাব-এর সদস্য হতে হবে।
• জামানত হিসেবে ২০০ টাকা প্রদান করতে হবে, যা পরে ফেরত দেওয়া হবে।
• এক বার একটিমাত্র বই নেওয়া যাবে।
• বই সর্বোচ্চ ২০ দিন রাখা যাবে। অতিরিক্ত সময় রাখলে জরিমানা হতে পারে।
• বইয়ের কোনো ক্ষতি হলে জামানত ফেরত দেওয়া হবেনা।
ঐতিহ্য আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে পাঠকদের মধ্যে বই পড়ার আগ্রহ বৃদ্ধি পাবে এবং দেশে সাহিত্যচর্চার মান আরও সমৃদ্ধ হবে। ঐতিহ্য রিডার্স ক্লাব-এর মাধ্যমে ঐতিহ্য বই পড়ার সংস্কৃতিকে পাঠকদের আরও কাছে নিয়ে আসতে চায় এবং জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথকে প্রশস্ত করতে বদ্ধপরিকর।
//এল//