ঢাকা, বাংলাদেশ

সোমবার, পৌষ ১৫ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪

English

সাহিত্য

‘অরবিটাল’ উপন্যাস লিখে বুকার জিতলেন হার্ভে

উইমেনআই২৪ ডেস্কঃ

প্রকাশিত: ১২:৫০, ১৬ নভেম্বর ২০২৪

‘অরবিটাল’ উপন্যাস লিখে বুকার জিতলেন হার্ভে

সংগৃহীত ছবি

সাহিত্যে এ বছরের বুকার পুরস্কার জিতেছেন বৃটিশ লেখিকা সামান্থা হার্ভে। ‘অরবিটাল’ উপন্যাসের জন্য তাকে এই পুরস্কার দেয়া হয়েছে। এতে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ৬ জন মহাকাশচারী যেভাবে তাদের দিনরাত অতিবাহিত করেছেন তাকে ফুটিয়ে তোলা হয়েছে। ওই ৬ মহাকাশচারীর মধ্যে দু’জন পুরুষ ও চারজন নারী। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বুকার পুরস্কারের বিচারক প্যানেলের চেয়ারপারসন এডমুন্ড ডে ওয়াল বলেন, বিচারকদের সর্বসম্মতিক্রমে বৃটিশ লেখক হার্ভে’কে বুকার পুরস্কারজয়ী ঘোষণা করা হয়েছে। ডে ওয়াল একে ‘ক্ষতবিক্ষত পৃথিবীর’ গল্প হিসেবে অভিহিত করে বলেন, আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে ছয় নভোচারীর পৃথিবী প্রদক্ষিণ করা, সীমানা এবং টাইম জোনের নাজুক জায়গাজুড়ে আবহাওয়ার গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করা নিয়ে লেখা এ গল্পে প্রত্যেকেই বিষয়বস্তু, আবার কেউই বিষয়বস্তু নয়।

বুকার পুরস্কার পাওয়ার পর হার্ভে বলেন, যেসব মানুষ পৃথিবীর পক্ষে সরব থাকেন, অন্য মানুষের মর্যাদা, অন্য প্রাণের পক্ষে কথা বলেন এবং যেসব মানুষ শান্তি প্রতিষ্ঠায় সোচ্চার থাকেন ও কাজ করেন, তাদের সবার জন্য তিনি পুরস্কারের ৫০ হাজার পাউন্ড অর্থ উৎসর্গ করছেন।

‘অরবিটাল’ বইটি ১৩৬ পৃষ্ঠার। এটি বুকারজয়ী দ্বিতীয় সংক্ষিপ্ততম বই। এছাড়া এটি মহাকাশ নিয়ে লেখা প্রথম কোনো বই, যেটি বুকার পুরস্কার জিতেছে।

এ বছর বুকার পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের সংক্ষিপ্ত তালিকায় হার্ভে ছাড়া আরও চারজনের নাম ছিল। এর মধ্যে মার্কিন লেখক কুশনার (‘ক্রিয়েশন লেক’ বইয়ের জন্য) এবং কানাডীয় লেখক অ্যান মাইকেলসও (‘হেল্ড’ বইয়ের জন্য) ছিলেন। কোভিড-১৯ মহামারিকালে লকডাউনের সময় ‘অরবিটাল’ বইটির বেশিরভাগটা লিখেছেন হার্ভে।

//এল//

‘ডিজিটাল জগতে নিরাপত্তার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে’

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা 

ছাত্রদল সভাপতির সঙ্গে দীপ্তির বাকবিতণ্ডা, হাসনাতের প্রতিবাদ 

ফের ৪৩তম বিসিএসের প্রজ্ঞাপন, আরও ১৬৮ প্রার্থী বাদ

‘ঘোষণাপত্র’ ঘিরে আড়াই লাখ মানুষ জমায়েতের পরিকল্পনা 

কমলাপুর রেলস্টেশনের মনিটরে হঠাৎ পর্নোগ্রাফি, ভাঙা হলো ইট ছুঁড়ে

১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব

আতশবাজি ও ফানুস ওড়ানো বন্ধে মোবাইল কোর্ট

ব্রহ্মপুত্র নদ দখল-দূষণ মুক্ত করতে হবে

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি

প্রান্তিক নৃ-গোষ্ঠীর অধিকার সুরক্ষায় গণমাধ্যমগুলোকে তৎপরের আহ্বান

সীমান্তে বিজিবি সদস্যদের কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট

গুজব ছড়িয়ে হয়রানির নিন্দা ৬৬ বিশিষ্ট নাগরিকের

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চালিয়ে যেতে হবে: ব্যারিস্টার একেএম কামরু

বানারীপাড়ায় দৃর্বৃত্তদের হামলায় পক্ষাঘাতগ্রস্ত রোগী গুরুতর আহত