ঢাকা, বাংলাদেশ

বৃহস্পতিবার, পৌষ ১১ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪

English

লাইফস্টাইল

অল্পতেই রেগে যায় যে ৫ রাশির মানুষ

উইমেনআই২৪ ডেস্কঃ

প্রকাশিত: ২০:২২, ৩০ সেপ্টেম্বর ২০২৩

অল্পতেই রেগে যায় যে ৫ রাশির মানুষ

অল্পতেই রেগে যায় যে ৫ রাশির মানুষ

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এমন কিছু রাশি রয়েছে যার জাতকরা খুব সহজে রেগে যান। এই রাশির জাতকরা নিজের ক্ষোভ নিয়ন্ত্রণে রাখতে পারেন না। কারা এই তালিকায় জেনে নিন।

বৃষ রাশি

বৃষ রাশির জাতকরা জেদি ও রাগী স্বভাবের হয়ে থাকেন। সহজে কারও কথা শোনেন না এরা। পাশাপাশি রেগে গেলে আক্রমণাত্মক হয়ে যান। পাশাপাশি চিৎকার চেঁচামিচি জুড়ে দেন। তবে যত তাড়াতাড়ি রেগে যান, তত তাড়াতাড়িই এদের রাগও কমে যায়। ঠিক কথাতেই রেগে যান এই রাশির জাতকরা। আবার এদের মধ্যে ধৈর্যের অভাব রয়েছে। 

বৃষ রাশির জাতকরা যখন রেগে থাকেন, তখন এদের সঙ্গে কথা না বলাই ভালো। আবার এরা রেগে থাকলে এই রাশির জাতকদের সঙ্গে তর্ক করবেন না। পরে এই রাশির জাতকরা বুঝতে পারেন যে, তারা রাগের মাথায় নিজের সীমানা অতিক্রম করে গিয়েছেন। তাই পরবর্তীকালে এরা ক্ষমা চেয়ে নেন ও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

সিংহ রাশি

সমস্ত বিষয়ে নিজের পৃথক মতামত জানান সিংহ রাশির জাতকরা। কথায় কথায় তর্ক করেন। আবার নিজের কথা অন্যকে সহমত না করিয়ে শান্ত হন না। রেগে গেলে যা নয় তাই বলতে থাকেন সিংহ রাশির জাতকরা। এই স্বভাবের কারণে এদের সমস্ত সম্পর্ক নষ্ট হয়। নিজের চেয়ে বয়সে ছোটদের ওপর অযথা রাগ দেখান এই রাশির জাতক। সহজে নিজের ভুল স্বীকার করেন না। কাউকে কষ্ট দিয়ে কথা বলতেও এদের কোনও সমস্যা হয় না।


বৃশ্চিক রাশি

এই রাশির জাতকরা বুদ্ধিমান ও মজবুত ব্যক্তিত্ব সম্পন্ন হয়ে থাকেন। সহজে নিজের রাগ প্রকট করেন না। নিজের মনের মধ্যে বহুদিন পর্যন্ত আবেগ লুকিয়ে রাখেন। জীবনে কী চাই, সে বিষয়ে এদের স্পষ্ট ধারণা থাকে। এমনকি কীভাবে লক্ষ্য লাভ করবেন, তাও ভালো ভাবে জানা আছে বৃশ্চিক রাশির জাতকদের। সামান্য কিছু ভুল-ত্রুটি হলেই এরা রেগে আগুন হয়ে যান। তবে সহজে রাগ করেন না এই রাশির জাতকরা। তবে একবার রেগে গেলে এদের সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। আবার যাদের পছন্দ করেন না, তাদের অপমান করা থেকেও বিরত থাকেন না এই রাশির জাতকরা।

ধনু রাশি 

অগ্নি তত্বের রাশি এটি। জ্যোতিষ মতে এই রাশির জাতকরা রেগে গেলে সব কিছু ধ্বংস করে দেন। নিয়ন্ত্রণে বাইরে চেলে গিয়ে সমস্ত কিছু নষ্ট করে দেন ধনু রাশির জাতকরা। তবে এই রাশির জাতকরা যতই রাগ করুন না-কেন, সহজেই নিজের ভুল স্বীকার করে নেন এরা। রাগ ঠান্ডা হওয়ার পর এদের সঙ্গে কথা বলুন। তখনই এঁদের সমস্ত কিছু বোঝাতে পারবেন।


মকর রাশি 

মকর রাশির জাতকরা রেগে গেলে নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। কখনও কখনও রাগের মাথায় বিপজ্জনক কাজও করে ফেলেন। আবার যে ব্যক্তির ওপর এদের রাগ, তাকে ছোট করার কোনো সুযোগ ছাড়েন না এই রাশির জাতকরা। রাগই মকর রাশির জাতকদের দুর্বলতা।

//এল//

নরসিংদীতে ছাত্রদলকর্মীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

অভিযুক্তদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি মহিলা পরিষদের 

নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিলল পুকুরে

ইসলামী ব্যাংকের বঙ্গবাজার উপশাখা উদ্বোধন

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ প্রাণহানি 

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেয়ার সময় বাড়ল

বিদ্যুৎহীন সচিবালয়ে কাজে স্থবিরতা

সচিবালয়ে আগুন: যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ

সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি

এবার মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

সচিবালয়ে আগুন : হুঁশিয়ারি সারজিস আলমের

ক্ষতিগ্রস্ত সচিবালয় ভবন পরিদর্শনে উপদেষ্টারা

সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ফায়ার ফাইটারের মৃত্যু

গাজায় ইসরায়েলি হামলায় ৫ সাংবাদিক নিহত 

‘অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে’