![বুটের ডালের হালুয়া রেসিপি বুটের ডালের হালুয়া রেসিপি](https://www.womeneye24.com/media/imgAll/2022July/buter-dal-2502100716.jpg)
সংগৃহীত ছবি
মিষ্টি সব খাবারের মধ্যে হালুয়া অন্যতম। নানা উৎসব আয়োজনে হালুয়া বানানো হয়। অনেক উপাদান দিয়েই পদটি তৈরি করা যায়। একটি মুখরোচক ও সুস্বাদু পদ বুটের ডালের হালুয়া। কীভাবে এটি তৈরি করবেন, জানুন রেসিপি-
উপকরণ
বুটের ডাল- হাফ কেজি
চিনি- দেড় কাপ
তরল দুধ- দেড় কাপ
গুড়া দুধ- ৪ চা চামচ
লবণ- ১চিমটি
ঘি- পরিমাণ মতো
এলাচ- ২/৩টা
বাদাম
কিসমিস
প্রণালি
ডাল সেদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। চাইলে পাটায় বেটে নিতে পারেন। প্যানে ২ টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে তাতে এলাচ দিয়ে নাড়তে হবে। ঘি গরম হলে তাতে বাটা ডাল, চিনি, তরল দুধ, লবণ দিয়ে নাড়তে হবে। অনবরত নাড়তে থাকুন। নাড়া বন্ধ হলে লেগে যেতে পারে।
কিছুক্ষণ পর পর হালুয়ার মধ্যে একটু একটু করে ঘি দিয়ে দিতে হবে। নাড়তে নাড়তে যখন হালুয়ার গা থেকে ঘি ছেড়ে আসবে তখন এর মধ্যে গুড়ো দুধ দিয়ে আর কিছুক্ষণ নেড়ে ঘি ব্রাশ করা ট্রেতে ঢালতে হবে।
ভাতের চামচ অথবা বেলুন দিয়ে ট্রেতে হালুয়া সমানভাবে ছড়িয়ে দিতে হবে। গরম থাকতেই হালুয়া নিজের পছন্দমতো আকারে কেটে নিতে হবে। গরম থাকতেই হালুয়ার ওপরে বাদাম কিসমিস দিয়ে সাজিয়ে দিতে হবে। ব্যাস বুটের ডালের হালুয়া রেডি।
//এল//