ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ২৯ জানুয়ারি ২০২৫

English

লাইফস্টাইল

বৃষ্টিতে কেমন জুতা পরবেন?

উইমেনআই২৪ ডেস্কঃ

প্রকাশিত: ১৩:৩৫, ১২ জুলাই ২০২৪

বৃষ্টিতে কেমন জুতা পরবেন?

সংগৃহীত ছবি

শুরু হয়েছে বর্ষাকাল। যখন-তখন বৃষ্টি হতে পারে এ সময়। চারপাশ মুহূর্তেই অন্ধকার, আবার বৃষ্টি হতে না হতেই রৌদ্রজ্জ্বল। তাই বর্ষায় ঘর থেকে বের হওয়ার সময় সাবধান থাকা উচিত, যাতে বৃষ্টি ভিজে না যান। হয়তো বিশেষ কোনো অনুষ্ঠানে যাবেন বলেন ঘর থেকে সেজেগুজে বের হয়েছেন, হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলেন।

সবকিছু মিলিয়ে বর্ষায় জামা ও জুতা পরার ক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। বিশেষ করে বর্ষাকালে সবচেয়ে বেশি সমস্যা দেখা দেয় জুতা ব্যবহারের দিক দিয়ে। বৃষ্টি ও কাঁদার কারণে পছন্দের জুতা পরতে পারেন না অনেকেই। জুতার পাশাপাশি পায়ের অবস্থাও খারাপ হয়ে যায়।

এই বর্ষায় জুতা টিকতেও চায় না বেশিদিন। তাই বর্ষায় বেছে নিতে হয় ফ্যাশনেবল ও টেকসই ওয়াটারপ্রুভ কিছু জুতা। এক্ষেত্রে কোন ধরনের জুতা আপনাকে আরাম দেবে চলুন জেনে নেওয়া যাক-

রাবার বা প্লাস্টিকের স্যান্ডেল
নরম রাবার বা প্লাস্টিকের তৈরি স্যান্ডেল বেছে নিতে পারেন। বিভিন্ন ব্র্যান্ডের শো-রুমে এ জাতীয় স্যান্ডেল পেয়ে যাবেন সহজেই। এসব স্যান্ডেলের মধ্যে আছে নকশার ভিন্নতা ও রঙের বৈচিত্র্য। বর্ষায় গাঢ় রঙের পোশাকের সঙ্গে মিলিয়ে উজ্জ্বল রঙের স্যান্ডেল পরলে বেশ মানায়।


রেইনি বুট
রেইনি বুটও পরতে পারেন। এমন ঘরানার জুতাতে পা অনেকটাই ঢাকা থাকে। এর ফলে কাদা-পানি থেকে রক্ষা পায় পা। স্কার্ট বা মিনি ড্রেসের সঙ্গে এই ধরনের জুতা খুব ভালো মানায়। নন লেদার ম্যাটেরিয়ালে তৈরি এই জুতাও ভেজে না বৃষ্টিতে, আর বেশ স্টাইলিস দেখতে।


পা ঢাকা জুতা
প্রতিদিন যারা ঘর থেকে বের হন, সেসব নারীদের জন্য বর্ষায় সিয়েরা স্টেলা সিলভার উইমেন শু খুবই উপকারী। এ ধরনের জুতাতে পা পুরোটাই ঢাকা থাকে। এই জুতার বিশেষত্ব এর হালকা ওজন। ক্যাজুয়াল ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে বেশ মানায় এই জুতা।

ফ্যান্সি রেইন স্লিপ অনস জুতা
গ্ল্যামারাস লেডিজ ফ্যান্সি রেইন স্লিপ অনস জুতাগুলো বর্ষায় পরতে পারেন। বেশ স্টাইলিস ও ক্যাজুয়াল ঘরানার এই জুতা পায়ের পেছন দিক খোলা ও সামনের দিকের পায়ের পাতা ঢাকা থাকে এই জুতায়। সিনথেটিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয় এই জুতাগুলো।


অ্যাঙ্কল লেংথ বুট
বাজারে মিলবে পিভিসি প্লাস্টিকের তৈরি অ্যাঙ্কল লেংথ বুটও। পাওয়া যাবে নানা ডিজাইন আর রঙে। নতুন ট্রেন্ড হিসেবে যুক্ত হচ্ছে কার্টুন থেকে শুরু করে নানা ইমোটিকন প্রিন্টেড প্যাটার্ন। হালকা হিল থাকায় এসব জুতায় কাদা ছিটার ভয় নেই।

কাফ লেংথ রেইন বুট

ভারি বর্ষণে ঘর থেকে বের হওয়ার সময় একমাত্র ভরসা হতে পারে কাফ লেংথ রেইন বুট। শক্তপোক্ত আর রাবারের তৈরি জুতা যেমন আরামদায়ক, তেমনই বৃষ্টির দিনে পরে হাঁটতে পারবেন খুব সহজেই।

//এল//

সবাইকে দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে: তারেক রহমান

‘চিন্তার অনন্ত ভুবনে’

শেখ হাসিনার অডিও পিনাকীর হাতে, কী আছে তাতে

শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ঢাকা-কুয়াকাটা বাস চলাচল বন্ধ 

বাংলাদেশপন্থিদের অবশ্যই মুক্তিযুদ্ধপন্থি হতে হবে: উপদেষ্টা মাহফুজ

ফের সাত কলেজ শিক্ষার্থীদের আল্টিমেটাম

আ.মালেক মোল্লা আর নেই

সোনাইমুড়ীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা

২য় প্রান্তিক শেষে ৩০৪ কোটি টাকা মুনাফা করেছে ওয়ালটন

জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথা বললেন রিজওয়ানা

স্পেনে বন্ধুসুলভ মহিলা সংগঠনের উদ্যোগে পিঠা উৎসব

গৃহকর্মীদের জন্য অগ্নি নির্বাপণ প্রস্তুতি

তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাসের আহবান 

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত