
ফাইল ছবি
নারীদের নিয়ে ইসলামবিরোধী, অশ্লীল ও কাল্পনিক সুপারিশমালা প্রকাশের অভিযোগ তুলে অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত নারী সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভিন হকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
রবিবার (২৭ এপ্রিল) জনস্বার্থে এই লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী কাউসার উল জিহাদ। তিনি জানান, শরীয়াহ্ আইনে নারীদের যথাযথ অধিকার নিশ্চিত থাকার পরও কমিশন যে প্রতিবেদন প্রকাশ করেছে, তা ইসলামবিদ্বেষী ও নারীদের প্রতি অসম্মানজনক।
নোটিশে দাবি করা হয়েছে, নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ও সুপারিশ বাতিল করতে হবে এবং শিরীন পারভিন হকসহ সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে কমিশন ভেঙে দিয়ে নতুন একটি ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধসম্মত নারী সংস্কার কমিশন গঠনের আহ্বান জানানো হয়েছে।
এছাড়া, কমিশনের কার্যক্রমে ব্যয়িত সব বেতন ও ভাতা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে নোটিশে।
প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে শিরীন পারভিন হককে প্রধান করে ১০ সদস্যের এই কমিশন গঠন করা হয়। সম্প্রতি, ১৯ এপ্রিল, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।
তুমি কি চাইলে আমি এই ইস্যু নিয়ে পাবলিক প্রতিক্রিয়া বা রাজনৈতিক দলের অবস্থানও খুঁজে দিতে পারি?
ইউ