ঢাকা, বাংলাদেশ

মঙ্গলবার, , ১৫ এপ্রিল ২০২৫

English

আইন আদালত

মেঘনা আলমের ৩০ দিনের আটকাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১০, ১৩ এপ্রিল ২০২৫

মেঘনা আলমের ৩০ দিনের আটকাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

ফাইল ছবি

বিশেষ ক্ষমতা আইনে মিস আর্থ বাংলাদেশ ২০২৩ বিজয়ী মেঘনা আলমের ৩০ দিনের আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না—এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।

রবিবার (১৩ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন ও আইনজীবী জাহেদ ইকবাল।

এর আগে, মেঘনা আলমের আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন তার বাবা। রিটে দাবি করা হয়, বিশেষ ক্ষমতা আইনে তার মেয়েকে আটক রাখা অবৈধ ও সংবিধানবিরোধী।

গত ১০ এপ্রিল, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ গোয়েন্দা পুলিশের (ডিবি) আবেদনের প্রেক্ষিতে মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনের ৩(১) ধারায় ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ওইদিন রাত সাড়ে ১০টার দিকে মেঘনাকে আদালতে হাজির করা হয় এবং জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলার স্বার্থে তাকে আটক রাখার প্রয়োজনীয়তা উল্লেখ করে আদেশ প্রদান করা হয়। পরবর্তীতে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

আদেশে উল্লেখ করা হয়, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২(এফ) ধারায় ‘জননিরাপত্তার পরিপন্থি ক্ষতিকর কার্য থেকে নিবৃত্ত করতেই’ এ আটকাদেশ দেওয়া হয়েছে।

মেঘনার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, তাকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে এবং এ ধরনের আটকাদেশ তার ব্যক্তিগত নিরাপত্তা ও স্বাধীনতার পরিপন্থি।

হাইকোর্টের রুলের জবাব দিতে এখন সংশ্লিষ্টদের ৪ সপ্তাহ সময় দেয়া হয়েছে।

ইউ

নববর্ষ উপলক্ষে  শার্শায় আনন্দ শোভাযাত্রা

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ মারা গেছেন

এই বৈশাখ নতুন দিগন্ত নিয়ে আসবে: মির্জা ফখরুল

বাংলা একাডেমিতে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হবে বৈশাখী মেলা

কনসার্ট ও ড্রোন শো, র‌্যাবের চার স্তরের নিরাপত্তা

পারমাণবিক ইস্যুতে এবার রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্র

অতিরিক্ত পুলিশ সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার

কুমারী জলে বাল্যস্মৃতির মায়া ও প্রেমের প্রতিচ্ছবি

বায়ুদূষণরোধে মাতুয়াইল ও আমিনবাজারে অভিযান, জরিমানা ও সতর্কবার্তা

দিনটা তোমাদের মতোই উজ্জ্বল, রঙিন আর প্রাণবন্ত

থানার সামনে ট্রাক চাপায় সিএনজি চালকের মৃত্যু

সন্ধ্যায় ঢাকার আকাশে ঝলমলে ড্রোন শো, কনসার্ট

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে, শুল্ক ছাড়ে স্বস্তি

বাবা-মাকে খুন করে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা, গ্রেপ্তার কিশোর

দেশের প্রধান দাবি এখন ভোটাধিকার ফিরে পাওয়া: রিজভী