
ফাইল ছবি
রাজধানীর কোতোয়ালি থানায় বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক হামলা, ভাঙচুর এবং হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামীপন্থি ৯ আইনজীবীর জামিন আবেদন মঞ্জুর করেছে আদালত। এসব আইনজীবীদের মধ্যে আটজন নারী আইনজীবী রয়েছেন। একই সঙ্গে আদালত আত্মসমর্পণ করা ৯৩ আইনজীবীর মধ্যে বাকি ৮৪ জনের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
রবিবার (৬ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক জাকির হোসেন গালিব শুনানি শেষে এই আদেশ দেন। আদালতে ৯৩ জন আইনজীবী জামিন আবেদন করেন, যার মধ্যে ৯ জনের জামিন মঞ্জুর এবং ৮৪ জনের জামিন বাতিল করা হয়।
এ ঘটনায় মামলা দায়ের হয়েছিল গত ফেব্রুয়ারি মাসে। গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আদালত প্রাঙ্গণে আওয়ামীপন্থি আইনজীবীরা হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যাচেষ্টা চালান বলে অভিযোগ করা হয়। মামলার বাদী ছিলেন ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু।
মামলা দায়েরের পর ১১৫ জন আইনজীবী হাইকোর্ট থেকে আগাম জামিন নেন। তাদের জামিনের মেয়াদ শেষ হবে সোমবার (৭ এপ্রিল)।
অভিযোগে বলা হয়, গত বছর ৪ আগস্ট দুপুরে ঢাকা আইনজীবী সমিতির সামনে আসামিরা বেআইনি জনতাবদ্ধ হয়ে অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে আতঙ্ক সৃষ্টি করেন এবং বোমা বিস্ফোরণ ঘটিয়ে স্লোগান দেন। তারা "শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই" বলে স্লোগান দেন।
এসময়, ভুক্তভোগী আইনজীবী এক মামলার শুনানি শেষে ঢাকা আইনজীবী সমিতি ভবনের সামনে আসলে আসামি আনোয়ার শাহাদাৎ শাওন তাকে হত্যার উদ্দেশ্যে গুলি তাক করেন।
এ ঘটনায় চলমান মামলায় বিভিন্ন আইনজীবী এবং রাজনৈতিক দলের সদস্যদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, এবং ঘটনার তদন্তের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
U