
ফাইল ছবি
এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে 'ডাক্তার' পদবি ব্যবহার করতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (১২ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করেন।
রায়ে হাইকোর্ট জানিয়েছেন, এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া আজ পর্যন্ত যারা নামের আগে 'ডাক্তার' পদবি ব্যবহার করেছেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে না। তবে ১৩ মার্চ (বৃহস্পতিবার) থেকে যদি কেউ আইন লঙ্ঘন করে 'ডাক্তার' পদবি ব্যবহার করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত।
এ রায়ের পর চিকিৎসকদের বিভিন্ন সংগঠন দ্রুত গেজেট প্রকাশের দাবি জানিয়েছে, তবে তারা জানিয়েছে, অন্য দাবিগুলি পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলতে থাকবে।
এদিকে, ‘ডাক্তার’ পদবি ব্যবহারের উপর হাইকোর্টের এই নিষেধাজ্ঞা নিয়ে দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। ইন্টার্ন চিকিৎসকরাও এই আন্দোলনে অংশ নিয়েছেন, এবং পরে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা তাদের সঙ্গে যোগ দেন।
এই আন্দোলনটি 'সর্বস্তরের চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের' ব্যানারে ১৭টি সংগঠনের উদ্যোগে পরিচালিত হচ্ছে। মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন এবং ইন্টার্ন চিকিৎসকরা প্রতিদিন তিন ঘণ্টা কর্মবিরতি পালন করছেন।
ইউ