ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ১২ মার্চ ২০২৫

English

আইন আদালত

কিশোরীকে গণধর্ষণে তিনজনের যাবজ্জীবন, দুই শিশুর ১০ বছরের দণ্ড

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ১৩:৩৪, ১২ মার্চ ২০২৫

কিশোরীকে গণধর্ষণে তিনজনের যাবজ্জীবন, দুই শিশুর ১০ বছরের দণ্ড

সংগৃহীত ছবি

পাঁচ বছর আগে রাজধানীর কামরাঙ্গীরচরে ১৩ বছরের এক কিশোরীকে গণধর্ষণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে তাদের এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। আর দুই শিশুকে সর্বোচ্চ সাজা ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১২ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সি মো. মশিয়ার রহমানের আদালত এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- বগুড়ার ধুনট উপজেলার ফরিদপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে মোহন, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাতী গ্রামের মো. মিজানের ছেলে সাব্বির, শরীয়তপুরের পালং মডেল থানার (সদর) চিকন্দী গ্রামের কামাল ওরফে আবুল কালামের ছেলে রাসেল।

কারাদণ্ডের পাশাপাশি তাদের এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাভোগ করতে হবে। এ ছাড়া দুই শিশুকে (শিশু হওয়ায় নাম প্রকাশ করা হয়নি) ১০ বছরের দণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের প্রসিকিউটর এরশাদ আলম (জর্জ) সাজার বিষয়টি নিশ্চিত করে বলেন, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তিন আসামি কারাগারে আছে। এদিন তাদের আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে। দুই শিশু পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

জানা গেছে, ২০২০ সালের ১৭ জুন আসামিরা ওই কিশোরীকে কামরাঙ্গীরচর থানাধীন হাসান নগরের একটি নির্মানণাধীন ভবনের চতুর্থ তলায় নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর মা মামলা করেন। মামলাটি তদন্ত করে কামরাঙ্গীরচর থানার পরিদর্শক মোহাম্মদ মোস্তফা আনোয়ার পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

//এল//

বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থায় মুডিসের নেতিবাচক রেটিং

১৫ বছরের কম বয়সীরা হজে যেতে পারবে না: ধর্ম মন্ত্রণালয়

হত্যাচেষ্টা মামলায় শমী কায়সারের জামিন

জেন্ডার বাজেটের মাধ্যমে বৈষম্য হ্রাসের আহ্বান

ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদকারীদের উপর পুলিশের লাঠিপেটা, মহিলা পরিষদের ক্ষোভ

আইবিসিএফ এর টাস্ক কমিটির ৪২তম সভা

মাগুরার শিশুটির শারীরিক অবস্থার অবনতি

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফর

উপাধ্যক্ষ খুনের ঘটনায় দম্পতি গ্রেফতার

মবিবিএস-বিডিএস ডিগ্রিধারী ছাড়া ডাক্তার পদবি ব্যবহারে নিষেধাজ্ঞা

নবাবগঞ্জে কন্যা শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন

ঘাস কাটতে গিয়ে মিলল তরুণের অর্ধগলিত লাশ

ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন

নোয়াখালীতে ওষুধের কার্টনে মিলল নবজাতকের মরদেহ

মাগুরার শিশুটির অবস্থা আরও আশঙ্কাজনক, দুবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’