![জাতিসংঘের প্রতিবেদন ট্রাইব্যুনালের অকাট্য দলিল: চিফ প্রসিকিউটর জাতিসংঘের প্রতিবেদন ট্রাইব্যুনালের অকাট্য দলিল: চিফ প্রসিকিউটর](https://www.womeneye24.com/media/imgAll/2022July/1f87e66eff8fd08ef42bc656-2502131039.jpg)
ছবি সংগৃহীত
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) তথ্যানুসন্ধান দলের প্রতিবেদনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অকাট্য দলিল হিসেবে ব্যবহারের সম্ভাবনার কথা জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জাতিসংঘের প্রতিবেদন এবং গোপন বন্দিশালা ‘আয়নাঘর’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, জাতিসংঘের প্রতিবেদনের সঙ্গে ট্রাইব্যুনালের নিজস্ব তদন্তের সঙ্গতি রয়েছে। বিশেষ করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের লোকজনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারে জাতিসংঘের প্রতিবেদন একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে।
তিনি আরও বলেন, "জাতিসংঘ একটি নিরপেক্ষ, বিশ্বসামগ্রিকভাবে গ্রহণযোগ্য সংস্থা, তাই তাদের প্রতিবেদনটি কোন পক্ষের প্রভাব ছাড়া প্রস্তুত করা হয়েছে। এই প্রতিবেদনে তাদের (প্রসিকিউশন) সঙ্গে আলোচনা করা হয়নি, এবং তদন্তকারীরা স্বাধীনভাবে কাজ করেছেন।"
এছাড়া, তাজুল ইসলাম জানান, জাতিসংঘ অপরাধীদের পাশাপাশি ভুক্তভোগীদের সঙ্গেও কথা বলেছে এবং প্রাসঙ্গিক সকল জায়গায় তথ্য সংগ্রহ করেছে। তাই তিনি এটিকে অকাট্য দলিল হিসেবে উল্লেখ করে আদালতে প্রমাণ হিসেবে ব্যবহারের কথা জানান।
ইউ