ঢাকা, বাংলাদেশ

রোববার, , ০৫ জানুয়ারি ২০২৫

English

আইন আদালত

চিন্ময় দাসের জামিন নামঞ্জুর

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ১২:৩৬, ২ জানুয়ারি ২০২৫

চিন্ময় দাসের জামিন নামঞ্জুর

সংগৃহীত ছবি

সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে চট্টগ্রামের মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম দুই পক্ষের যুক্তিতর্ক শুনে জামিন নামঞ্জুর করেন।


এর আগে, সকাল সোয়া ১০টার দিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে প্রবেশ করেন চিন্ময়ের পক্ষের ১১ আইনজীবী। জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে। আদালতের দুটি ঢোকা ও বেরোনোর পথে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি ও সেনাসদস্য মোতায়েন করা হয়। সেই সঙ্গে সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।


আদালতের সার্বিক নিরাপত্তায় এই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (প্রসিকিউশন) এ এ এম হুমায়ুন কবির। তিনি বলেন, আইনজীবী যারা এসেছেন তাদের নিরাপত্তার কথা বিবেচনা করেই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

গত ২৫ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। এর কয়েক দিন পর গত ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এ মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়।


গত ২২ নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয়। এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত ২৫ নভেম্বর ঢাকায় গ্রেফতার করা হয়। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।


আদালত চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সেদিন চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবীর সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের বাইরে কুপিয়ে হত্যা করা হয়। এরপর থেকে কারাগারে আছেন চিন্ময়।

//এল//

নির্বাচনের দুটি সম্ভাব্য সময় জানালেন প্রধান উপদেষ্টা

যশোরে আজহারীর মাহফিল ঘিরে ৩ শতাধিক জিডি

বৃষ্টির আশঙ্কা, ফের যেদিন থেকে শৈত্যপ্রবাহ

স্ট্রোক করে চারদিন বাসায় পড়ে ছিলেন অঞ্জনা!

রাজধানীতে সাত মিনিটে ১৫৯ ভরি স্বর্ণ চুরি

কালের পরিক্রমায় হারিয়ে যাচ্ছে খেজুর গাছ

নাফ নদীতে কোস্টগার্ডের সঙ্গে গোলাগুলিতে মাদক কারবারি নিহত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের প্রতিক্রিয়া পায়নি ঢাকা:

 ট্রাক্টর উল্টে প্রাণ গেল কিশোর চালকের

আগামী নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে: ড. ইউনূস

খুঁটিতে বেঁধে আওয়ামী লীগ নেতাকে মারপিট, থেঁতলে গেল দুই পা

কক্সবাজারের টেকনাফের পাহাড় যেন অপহরণকারীদের অভয়ারণ্য

রাজধানীতে মায়ের পরকীয়ার বলি নবজাতক

শহীদ মিনারের সমাবেশে গণঅধিকার পরিষদের মুখপাত্রকে মারধর

শার্শায় বিলুপ্তির পথে খেজুর গাছ