ঢাকা, বাংলাদেশ

বুধবার, কার্তিক ২৭ ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪

English

আইন আদালত

সাবেক এমপি তাহজীব সিদ্দিকী গ্রেপ্তার

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ১১:৫৭, ৮ নভেম্বর ২০২৪

সাবেক এমপি তাহজীব সিদ্দিকী গ্রেপ্তার

সংগৃহীত ছবি

এগারো বছর আগের এক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তাহজীব আলম সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে ঢাকার সাভারে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে।


র‍্যাব জানায়, ঝিনাইদহে জামায়াতে ইসলামির কর্মী আবদুস সালাম হত্যার ঘটনায় ১১ বছর পর সম্প্রতি মামলা হয়েছে। সেই মামলায় আসামি করা হয়েছে তাহজীব আলম সিদ্দিকীকে।


গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।


তিনি বলেন, ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী সমিকে হত্যা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ঝিনাইদহ সদর থানার এক মামলায় সাভারের নবীনগর এলাকা থেকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।


জানা গেছে, ১১ বছর আগে ঝিনাইদহে জামায়াতে ইসলামির কর্মী আবদুস সালাম হত্যার ঘটনায় গত ২৭ আগস্ট একটি মামলা হয়েছে। মামলায় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীসহ আওয়ামী লীগের ২৭০ জনকে আসামি করা হয়েছে।


নিহত ব্যক্তির শ্বশুর ও কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা আবু বকর সিদ্দিক বাদী হয়ে মামলাটি করেন।


তাহজীব আলম সমি ২০১৪ সালের জাতীয় নির্বাচনে ঝিনাইদহ-২ আসন (সদর আংশিক ও হরিণাকুণ্ডু উপজেলা) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে নৌকার প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তার বাবা নূরে আলম সিদ্দিকী ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও স্বতন্ত্র সংসদ সদস্য ছিলেন।


সাবেক এই এমপি ডোরিন পাওয়ার লিমিটেডের কর্ণধার, যেটিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন লিমিটেড নামে একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি দেওয়া হয়। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সময় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ধলেশ্বরী নদীর প্রবাহ বিঘ্নিত করার অভিযোগ রয়েছে।

//এল//

প্রেস অ্যাক্রিডিটেশন বাতিল সংবাদমাধ্যমের স্বাধীনতার অন্তরায়

গণমাধ্যমের ওপর সরকারের কোনো চাপ নেই: উপদেষ্টা নাহিদ

২৪ ট্রেন লিজের চুক্তি বাতিল

কমেছে স্বর্ণের দাম

ট্রাইব্যুনালে র‌্যাবের গুলিতে পা হারানো লিমনের মামলা

জানুয়ারিতে যুব উৎসবে যোগ দেবেন ফিফা প্রেসিডেন্ট

রিমান্ড শেষে কারাগারে আমু

আমি মা হওয়ার অপেক্ষায় আছি: সামান্থা

বিশ্বনেতাদের সঙ্গে মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বিনিমিয়

প্রকল্পে যুক্ত হচ্ছে স্থানীয় প্রশাসন ও জনগণ

বঙ্গবন্ধুর ছবি নামানো ঠিক হয়নি: রিজভী

ইন্টারপোলের রেড নোটিশে পদক্ষেপ নিতে আইজিপিকে চিঠি

দুর্বল ব্যাংকগুলোর জন্য আরও তারল্য সহায়তার আহ্বান গভর্নরের

সেন্টমার্টিনে পর্যটন নিয়ন্ত্রণে কড়াকড়ি, ব্যবসায়ীদের দুর্ভোগ

রিমান্ড শেষে কারাগারে আমির হোসেন আমু