ঢাকা, বাংলাদেশ

শনিবার, আশ্বিন ৬ ১৪৩১, ২১ সেপ্টেম্বর ২০২৪

English

আইন আদালত

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ১৯:৫৯, ২০ সেপ্টেম্বর ২০২৪

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে

সংগৃহীত ছবি

সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার সকাল সোয়া ১০টায় সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহান সাদিকের আদালতে হাজির করলে এ আদেশ দেন।

আদালত সংশ্লিষ্টরা জানান, সকাল সোয়া ১০টায় এমএ মান্নানকে আদালতে হাজির করলে আসামিপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম ও নুর আলম তার জামিন আবেদন করেন। অন্যথায় অসুস্থ্য বিবেচনায় তাকে হাসপাতালে প্রেরণের জন্য আবেদন করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুক আলম সমকালকে বলেন, আমরা তখন আদালতকে বলেছি, এটা দ্রুত বিচার আইনের মামলা। সংশ্লিষ্ট আদালতের বিচারকও অনুপস্থিত। পুলিশও রিমান্ড চাইতে পারে। সুতরাং সংশ্লিষ্ট বিচারিক আদালতে সব পক্ষের শুনানি হতে পারে।

তিনি আরও বলেন, বিচারক ফারহান সাদিক পরে কাস্টডিমূলে এমএ মান্নানকে কারাগারে প্রেরণের আদেশ দেন। পরবর্তীতে সংশ্লিষ্ট আদালতে শুনানি হবে বলে জানান।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট ছাত্র—জনতার মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের হামলার ঘটনায় গুলিবিদ্ধ আহত দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের জহুর আলীর ভাই হাফিজ আহমদ বাদী হয়ে দুই সেপ্টেম্বর ৯৯ জনের নামোল্লেখ ছাড়াও ২০০ জনকে আসামি করে মামলা করেন। এই মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট এক নম্বর ও এমএ মান্নানকে দুই নম্বর আসামি করা হয়েছে।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে এম এ মান্নান আওয়ামী লীগের দলীয় প্রার্থী হন। সেই নির্বাচনে ধানের শীষ প্রতীকে শাহিনুর পাশা চৌধুরী ৫৬ হাজার ৪৭১ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছিলেন। এমএ মান্নান এক লাখ ৩৩ হাজার ৫৬৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। সেই থেকে সুনামগঞ্জ—৩ আসনে টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগের মনোনয়নে জয়ী হয়েছিলেন এমএ মান্নান।

//এল//

এক সপ্তাহে ডেঙ্গুতে ২১ জনের মৃত্যু

মব জাস্টিস নিয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ

‘মশক নিয়ন্ত্রণে কার্যক্রম গণমাধ্যমকে অবহিত করা হবে’

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে

ঢাবিতে তোফাজ্জল হত্যার দায় স্বীকার ৬ শিক্ষার্থীর

৭ দিনের রিমান্ডে অতিরিক্ত ডিআইজি মশিউর

মব জাস্টিসের প্রতিবাদে ঢাবি শিক্ষকের স্বেচ্ছায় পদত্যাগ

সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

পার্বত্য জেলার পরিস্থিতি নিয়ে আইএসপিআরের বিবৃতি

খাগড়াছড়িতে গুলিতে ৩ জন নিহত, ১৪৪ ধারা জারি

বায়তুল মোকাররমে ফিরে এলেন আগের খতিব, দুপক্ষের সংঘর্ষ

বেঁধে দেওয়া দামে মিলছে না ডিম, মুরগি

বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফাজ্জল

আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা: পুলিশ

উর্দু সার্ভিস চালু করতে বাংলাদেশ বেতারে সভা