ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, , ২৫ এপ্রিল ২০২৫

English

বিদেশ

এবার ভারতীয়দের সকল ভিসা স্থগিত করল পাকিস্তান

উইমেনআই২৪ ডেস্কঃ

প্রকাশিত: ১০:১৬, ২৫ এপ্রিল ২০২৫

এবার ভারতীয়দের সকল ভিসা স্থগিত করল পাকিস্তান

সংগৃহীত ছবি

জম্মু-কাশ্মিরের পেহেলগামে ২৬ জনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এতে করে ভারত-পাকিস্তান সম্পর্কে উত্তেজনা তৈরি হয়েছে। এ ঘটনা ঘিরে পাকিস্তানি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা পরিষেবা স্থগিত করেছিল ভারত। এবার এরই প্রেক্ষিতে ভারতের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে পাকিস্তান। ইসলামাবাদ তাৎক্ষণিকভাবে ভারতীয় নাগরিকদের দেওয়া সমস্ত ভিসা স্থগিত করেছে। 

এর পাশাপাশি প্রতিবেশী ভারতের কিছু কূটনীতিককে বহিষ্কার করেছে এবং ভারতীয় বিমানের জন্য পাকিস্তানি আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক আবারও চরম উত্তেজনায় পৌঁছেছে। গত মঙ্গলবারের ওই হামলায় একদল বন্দুকধারী পর্যটকদের ওপর গুলি চালায়, যাতে ২৬ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে অধিকাংশই ভারতের বিভিন্ন রাজ্যের বাসিন্দা ছিলেন। ঘটনাটিকে গত কয়েক বছরের মধ্যে কাশ্মিরে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে মনে করা হচ্ছে। 

হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের স্তর কমিয়ে আনে এবং একাধিক পদক্ষেপ নেয়। যার মধ্যে—দুই দেশের মধ্যে চলাচলের প্রধান স্থলপথ আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া, পাকিস্তানি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা বন্ধ করে দেওয়া এবং ৬০ বছরের পুরোনো সিন্ধু পানিচুক্তি স্থগিতের ঘোষণাও রয়েছে।

জবাবে পাকিস্তানও বেশ কিছু পাল্টা কড়া সিদ্ধান্ত নেয়। দেশটি ভারতের সব ফ্লাইটের জন্য পাকিস্তানের আকাশপথ বন্ধ করে দেয়, দুই দেশের মধ্যে বাণিজ্য স্থগিত করে। এছাড়া ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে কর্মরত কূটনীতিকের সংখ্যা ৩০ জনে নামানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি ভারতীয় নৌ, বিমান ও সামরিক উপদেষ্টাদের ৩০ এপ্রিলের মধ্যে পাকিস্তান ছাড়তে বরঅ হয়েছে।


এদিকে কাশ্মিরজুড়ে পুলিশ অভিযান চালিয়ে প্রায় ১৫০০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
 

//এল//

পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে রোমে যাচ্ছেন ড.ইউনূস

দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

এবার পিএসএলের সম্প্রচার বন্ধ করল ভারত

নিয়োগ পাচ্ছেন রেলের অবসরপ্রাপ্ত ১০২ কর্মচারী  

৪৯তম বিসিএস থেকে নতুন সিলেবাসে পরীক্ষা নেবে পিএসসি

ইলিয়াস কাঞ্চন ও শওকত মাহমুদের নেতৃত্বে নতুন দলের আত্মপ্রকাশ

সর্বপ্রথম সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত হোটেলকে পুরস্কৃত করবে সরকার

নির্মাণ সামগ্রী খোলা স্থানে রাখার দায়ে জরিমানা

থাইল্যান্ড ভ্রমণে যাওয়ার নতুন নিয়ম

ইসলামী জীবনযাপনে প্রশংসা কুড়াচ্ছেন লুবাবা

সবজির বাজার চড়া, পেঁয়াজ-ডিমও বাড়তির তালিকায়

‘ধৈর্য ধরুন’— ভারত-পাকিস্তানকে জাতিসংঘ মহাসচিব

এবার ভারতীয়দের সকল ভিসা স্থগিত করল পাকিস্তান

কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতীয় সেনাদের মধ্যে গোলাগুলি

মিরপুরে ঝুট গুদামে আগুন