
ফাইল ছবি
বৈধ ভিসা থাকলেও যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি সময় অবস্থান করলে বিদেশি নাগরিকদের সরকারের কাছে বাধ্যতামূলকভাবে নাম নথিভুক্ত করতে হবে বলে জানিয়েছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তরফে এই নতুন নিয়ম জারি করা হয়েছে, যা না মানলে আর্থিক জরিমানা, জেল কিংবা দেশ থেকে বহিষ্কারের মতো কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেয়া এক পোস্টে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায়, যেসব বিদেশি নাগরিক ৩০ দিনের বেশি সময় ধরে আমেরিকায় রয়েছেন, তাদের সরকারের কাছে নাম নিবন্ধন করতে হবে। এই নিয়ম না মানলে জরিমানা, জেল বা উভয় শাস্তি হতে পারে।
এই নিয়মের আওতায় এইচ-১বি ভিসা এবং শিক্ষার্থী ভিসাধারীরাও থাকবেন। রিপোর্ট অনুযায়ী, অভিবাসীদের যেসব সন্তানের বয়স ১৪ বছর পেরিয়েছে, তাদের নতুন করে সরকারি দফতরে গিয়ে আঙুলের ছাপ দিয়ে নাম নথিভুক্ত করতে হবে। ১৪তম জন্মদিনের ৩০ দিনের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি, ১৮ বছর পার হলে বসবাসের বৈধ কাগজপত্র সব সময় সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সচিব ক্রিস্টি নোয়েম বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমার একটি বার্তা স্পষ্ট— যারা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছেন, তারা স্বেচ্ছায় দেশ ত্যাগ করুন। এখনই চলে গেলে ভবিষ্যতে ফেরার সুযোগ পেতে পারেন। আমেরিকায় বসবাসের স্বপ্ন তখনও পূরণ হতে পারে।”
ট্রাম্প প্রশাসনের এই নতুন পদক্ষেপ যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই নিয়ম বাস্তবায়ন কঠিন হতে পারে এবং অভিবাসীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে দিতে পারে।
ইউ