ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ১৬ এপ্রিল ২০২৫

English

বিদেশ

গাজায় ইসরায়েলি হামলা নিয়ে উদ্বেগ ব্রিটিশ প্রধানমন্ত্রীর

উইমেনআই ডেস্ক

প্রকাশিত: ১৬:২৫, ৯ এপ্রিল ২০২৫; আপডেট: ১৬:২৫, ৯ এপ্রিল ২০২৫

গাজায় ইসরায়েলি হামলা নিয়ে উদ্বেগ ব্রিটিশ প্রধানমন্ত্রীর

ছবি সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি এ হামলাকে ‘ভুল’ বলে অভিহিত করেছেন এবং ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলের দখলকে ‘বেআইনি’ বলে মন্তব্য করেছেন।

৮ এপ্রিল (মঙ্গলবার) ব্রিটিশ সংসদীয় যোগাযোগ কমিটির সামনে বক্তব্য রাখার সময় স্টারমার বলেন, ‘আমি মনে করি দখল অবৈধ। ব্রিটিশ সরকার বরাবরই এই নীতিতে বিশ্বাসী।’ তিনি আরো উল্লেখ করেন যে, দীর্ঘদিন ধরে গাজায় পর্যাপ্ত মানবিক সাহায্য পৌঁছাচ্ছে না এবং শত্রুতা পুনরায় শুরু করাটিকে ‘ভুল’ পদক্ষেপ হিসেবে বিবেচনা করেন।

তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি ফিরে আসা এবং মানবিক সাহায্য পৌঁছানো জরুরি। এছাড়া, গাজায় জিম্মিদের উদ্ধারের জন্যও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। স্টারমার এক্ষেত্রে ইসরায়েল-ফিলিস্তিন দ্বি-রাষ্ট্রীয় সমাধানের দিকে এগিয়ে যাওয়ার জন্য যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা পালন করার ওপর গুরুত্ব আরোপ করেছেন, যা তাঁর মতে দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায়।

গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগও বৃদ্ধি পাচ্ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৫০ হাজার ৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আন্তর্জাতিক অপরাধ আদালত গত নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

এছাড়া, ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বারা শুল্ক আরোপের ঘোষণা নিয়ে হতাশা প্রকাশ করেছেন এবং এটি বিশ্বব্যাপী অর্থনৈতিক চ্যালেঞ্জ সৃষ্টি করছে বলে মন্তব্য করেন। তবে তিনি বিশ্বাস করেন যে, এটি একটি ‘ক্ষণস্থায়ী পর্যায়’ এবং দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে আরও দ্রুত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা জানান।

স্টারমার আরো বলেন, বাণিজ্যিক বাধা কমানোর জন্য অন্যান্য সমমনা দেশগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে হবে।

ইউ

শিশুদের মাঝে সহিংসতার বিস্তার নতুন করে ভাবার সময় এনে দিয়েছে

চীনা পণ্যে শুল্ক বাড়িয়ে ২৪৫ শতাংশ করল ট্রাম্প

টিউলিপকে দেশে ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাইবে দুদক

সরকারি প্রতিষ্ঠানে দৈনিক ভিত্তিতে শ্রমিক নিয়োগের নীতিমালা

ইসলামী ব্যাংক পরিবারের মেধাবী সন্তানদের সংবর্ধনা প্রদান

ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা জাভেদ হাসপাতালে ভর্তি

বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক অস্থিরতা ​​​​​​​

ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হবে

সরকারের নতুন আউটসোর্সিং নীতিমালা জারি

খুলনায় ট্রেন আটকে দিল শিক্ষার্থীরা, সারাদেশের সঙ্গে যোগাযোগ বন্ধ

স্ত্রীকে বয়কটের ঘোষণা দিলেন হিরো আলম

ড. ইউনুসের সঙ্গে বৈঠক করতে যমুনায় বিএনপি

আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন

রাজধানীতে পলিটেকনিকের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত