
ছবি সংগৃহীত
মিয়ানমারের মান্দালয়ে ভয়াবহ ভূমিকম্পের ৩০ ঘণ্টা পর ২৯ মার্চ (শনিবার) এক নারীকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকারী দল। মিয়ানমারের একটি ধসে পড়া অ্যাপার্টমেন্ট ভবনের ধ্বংসস্তূপ থেকে এই নারীকে উদ্ধার করা হয়, জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
উদ্ধারকর্মীরা ৩০ বছর বয়সী ফিউ লে খাইংকে স্কাই ভিলা কনডোমিনিয়ামের ধ্বংসাবশেষ থেকে সাবধানে বের করে স্ট্রেচারে করে নিয়ে আসেন। তাকে উদ্ধার করার পর উপস্থিত সবাই করতালি দিয়ে তাকে স্বাগত জানান। গুরুতর আহত এই নারীকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফিউ লে খাইংয়ের স্বামী ইয়ে অং জানিয়েছেন, তিনি শুরুতে ভাবেননি যে তার স্ত্রী বেঁচে থাকবে। তিনি বলেন, "আমি খুব খুশি যে আমার স্ত্রীর বেঁচে থাকার খবর শুনেছি।" তিনি আরও জানান, তাদের দুটি ছেলে আছে— আট বছর বয়সী উইলিয়াম এবং পাঁচ বছর বয়সী ইথান।
রেড ক্রসের কর্মকর্তারা আগে জানিয়েছিলেন, অ্যাপার্টমেন্টের ধ্বংসাবশেষের নিচে ৯০ জনেরও বেশি লোক আটকা পড়তে পারে।
মিয়ানমারের মান্দালয়ে শুক্রবার বিকেলে ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণের মধ্যে ৬.৭ মাত্রার আফটারশক অনুভূত হয়, যা ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়িয়ে দেয়।
ইউ