ঢাকা, বাংলাদেশ

সোমবার, , ৩১ মার্চ ২০২৫

English

বিদেশ

৩০০ বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

উইমেনআই২৪ ডেস্কঃ

প্রকাশিত: ১২:৩০, ২৮ মার্চ ২০২৫

৩০০ বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

সংগৃহীত ছবি

ফিলিস্তিনিদের সমর্থন জানানোর কারণে কমপক্ষে তিনশ’ বিদেশি শিক্ষার্থীর ভিসা যুক্তরাষ্ট্র বাতিল করেছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 
তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের অভিবাসন দমন অভিযানে অন্তত ৩০০ বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। এই সংখ্যা আরও বেশি হতে পারে। 

স্থানীয় সময় বৃহস্পতিবার গায়ানায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মার্কো রুবিও বলেন,‘প্রতিদিনই আমরা এ কাজ করি। যখন আমরা এসব উন্মাদ খুঁজে পাই তখন তাদের ভিসা বাতিল করি।’ 

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা ফিলিস্তিনিদের সমর্থনে বিভিন্ন সময় বিক্ষোভ করেছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এসব আন্দোলনে জড়িত একাধিক শিক্ষার্থীকে ইতোমধ্যে আইনের আওতায় এনেছে।

সম্প্রতি ফিলিস্তিনিদের সমর্থন জানানোর কারণে তুর্কি শিক্ষার্থী রুমেইসা ওজতুর্কের ভিসা বাতিল করেছে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ। তার আইনজীবী অভিযোগ করেছেন, মঙ্গলবার সন্ধ্যায় ইফতার করতে বন্ধুদের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় ওজতুর্ককে আটক করা হয়। 

৩০ বছর বয়সী ওজতুর্ক বোস্টন অঙ্গরাজ্যের টাফটস বিশ্ববিদ্যালয়ে ডক্টরাল পর্যায়ে অধ্যয়নরত ছিলেন। ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে সোমারভিলে নিজ বাড়ির কাছ থেকে তাকে আটক করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, মুখোশ পরিহিত সাদা পোশাকে থাকা সরকারি কর্মীরা ওই শিক্ষার্থীকে তুলে নিয়ে যাচ্ছেন।

বিদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপকে বাকস্বাধীনতার উপর হস্তক্ষেপ বলে তীব্র সমালোচনা করেন মানবাধিকার কর্মীরা। 

তবে নিজেদের কর্মকাণ্ডের সাফাই গেয়ে ট্রাম্প প্রশাসন জানায়, শিক্ষার্থীদের এসব আন্দোলন ইহুদীবিদ্বেষী যা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে ক্ষতিগ্রস্ত করবে।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির পক্ষ থেকে বলা হয়, ওজতুর্ক হামাসের মতো একটি সন্ত্রাসী সংগঠনের সমর্থনে কাজ করছিলেন, যে সংগঠনটি মার্কিন নাগরিকদের হত্যা করাকে উপভোগ করে। সবার মনে রাখা উচিত, মার্কিন ভিসা পাওয়া একটি সুযোগ, এটি কারও অধিকার নয়।

//এল//

আনন্দগণ পরিবেশে স্পেনে ঈদুল ফিতর উদযাপিত

রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত

দেশবাসীকে উপদেষ্টা শারমীন মুরশিদের শুভেচ্ছা

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খালেদা জিয়া

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

পৃথিবীর বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন: সাংস্কৃতিক ঐতিহ্য এবং বৈচিত্র্য

ঈদ উদযাপনে বাংলাদেশ: সময়ের সঙ্গে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট

ঠাকুরগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে ঈদ বস্ত্র বিতরণ

চাঁদ দেখা গেছে, সোমবার ঈদুল ফিতর

ঈদের ছুটিতে দুদিনে ঢাকা ছাড়লেন প্রায় ৪১ লাখ সিমধারী

মিয়ানমারে ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে ৩০ ঘণ্টা পর নারী উদ্ধার

ভূমিকম্পে পুলের পানিতে ভাসছিল যুগল, ভয়াবহ পরিস্থিতিতে প্রাণরক্ষা

প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে ফখরুলের মন্তব্য

আল-আকসায় ঈদের নামাজ পড়লেন ১ লাখ ২০ হাজার ফিলিস্তিনি

চীনের বিনিয়োগে বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল নির্মিত হবে